হতাশ জার্মান ফুটবলারেরা। ছবি: রয়টার্স।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা খুবই খারাপ হল জার্মানির। কমজোরি স্লোভাকিয়ার কাছে ০-২ গোলে হেরে গেল তারা। জিতেছে স্পেন, বেলজিয়ামের মতো বাকি বড় দলগুলি।
বিরতির ঠিক আগে আতলেতিকো মাদ্রিদের ফুটবলার ডেভিড হানকো এগিয়ে দেন স্লোভাকিয়াকে। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে ডেভিড স্ট্রেলেকের গোলে ব্যবধান বাড়ায় স্লোভাকিয়া। জার্মানি চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। ২০১০-এর পর প্রথম বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পথে আত্মবিশ্বাস পেল স্লোভাকিয়া। গ্রুপে এটিই তাঁদের কঠিন ম্যাচ হলেও জার্মানি হেরে যাবে তা ভাবা যায়নি।
হারের পর ক্ষিপ্ত কোচ জুলিয়ান নাগেলসম্যান। বলেছেন, “ইদানীং আমরা একেবারেই ভাল খেলছি না। আমাদের বোঝা উচিত ছিল যে বিশ্বকাপে যেতে গেলে অনেক ভাল ফুটবল খেলতে হবে। আজ বুঝতে পারলাম আমরা অনেক অনেক মাইল পিছিয়ে আছি।”
এখানেই থামেননি তিনি। আরও বলেছেন, “চোট পাওয়া ২-৩ জন ফুটবলার ছাড়া যাদের খেলিয়েছি তারাই জার্মানির সেরা মানের। হয়তো পরের বার তাদের বেছে নেব যাদের মান একটু কম, কিন্তু মাঠে নিজের সর্বস্ব দিতে রাজি। আমি ফুটবলারদের উপর আস্থা রাখি। কিন্তু প্রতিপক্ষের থেকে ভাল খেলোয়াড় হওয়াই সব কিছু নয়। মাঠের মধ্যে সেই জেদ এবং দক্ষতা দেখানোও দরকার।”
গত বারের ইউরো জয়ী স্পেন সহজেই ৩-০ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। গোটা ম্যাচে তাদের বিশেষ সমস্যায় পড়তে হয়নি। পাঁচ মিনিটের মধ্যেই মার্তিন জ়ুবিমেন্দির পাস থেকে মিকেল ওয়ারজ়াবাল নিখুঁত ফিনিশে গোল করেন। ৩০ মিনিটের মাথায় গোল মার্ক কুকুরেয়ার। ৩৮ মিনিটে লেমিনে ইয়ামালের পাস থেকে গোল করেন মিকেল মেরিনো। এর পর আর গোল হয়নি।
পোল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করল নেদারল্যান্ডস। ডেনজ়েল ডামফ্রিস কমলা জার্সিধারীদের এগিয়ে দিলেও ম্যাটি ক্যাশ সমতা ফেরান। বেলজিয়াম ৬-০ উড়িয়ে দিয়েছে লিচেনস্টাইনকে।