আনা মুজ়িচুক। ছবি: সমাজমাধ্যম।
ফিডে আয়োজিত গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় অদ্ভুত ভাবে হারলেন এক খেলোয়াড়। চাল দেওয়ার সময় ভাবতে গিয়ে সময়ের হিসাব ঠিক রাখতে পারলেন না। ফলে হারতে হল ম্যাচ। হাঙ্গেরির সোকা গাল বনাম আনা মুজ়িচুকের ম্যাচে এই ঘটনা ঘটেছে। মুজ়িচুক হেরে গিয়েছেন বিশ্বের পাঁচ নম্বর গালের কাছে।
গত বার নরওয়ের দাবা প্রতিযোগিতায় রানার্স হয়েছিলেন মুজ়িচুক। দাবার সার্কিটে অভিজ্ঞ খেলোয়াড় তিনি। কিন্তু সময়ের হিসাব রাখতে পারবেন না এটা অনেকেই ভাবতে পারেননি। এই পর্যায়ের দাবায় এই ভুল সাধারণত কেউ করেন না। মুজ়িচুক সেটাই করেছেন।
বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় গাল প্রতিপক্ষের বিরল ভুলের কারণে জিতেছেন ঠিকই। তবে ম্যাচেও আধিপত্য তাঁরই ছিল। মাত্র ১৮ বছর বয়স তাঁর। এই জয় শুধু তাঁর প্রতিভার ঝলকই দেখাল না, বিশ্বের একজন অভিজ্ঞ খেলোয়াড়ের বিরুদ্ধে গোটা ম্যাচে কী ভাবে ইস্পাতকঠিন মানসিকতা ধরে রাখতে হয় সেটাও শিখিয়েছে।
ওপেন বিভাগে, প্রথম রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ হারিয়েছেন ফ্রান্সের এতিয়েনে ব্যাক্রটকে। কালো ঘুঁটি নিয়ে ‘ক্যারো-কান ডিফেন্স’ দিয়ে শুরু করেছিলেন গুকেশ। মাঝের দিকে ব্যাক্রটকে ভাল মতো চাপে ফেলে দিয়েছিলেন। গোটা ম্যাচে তাঁর তীক্ষ্ণ চাল নজর কেড়েছে।
শীর্ষ বাছাই ভারতের আর প্রজ্ঞানন্দ ড্র করেছেন আমেরিকার জেফ্রি শিয়ংয়ের বিরুদ্ধে। গত বারের বিজয়ী বিদিত গুজরাতি হারিয়েছেন জার্মানির আলেকজ়ান্ডার ডেনচেনকভকে। নিহাল সারিন ড্র করেছেন আরেক জার্মান ভেন রাসমাসের সঙ্গে।
মহিলাদের বিভাগে, গত বারের বিজয়ী আর বৈশালী হারিয়েছেন উজ়বেকিস্তানের গুলরুখবেগিম তোখিরজোনোভাকে। বন্তিকা আগরওয়াল হারিয়েছেন ইউক্রেনের ইউলিয়া ওসমাককে।