Mohun Bagan

মোহনবাগানে স্বস্তি ফেরালেন আলড্রেড

এক সমর্থক সন্ধেয় অনুশীলনের পরে জিজ্ঞাসা করলেন, ‘ডার্বির প্রস্তুতি কীরকম?’ মুখে আবেগের কোনও পরিবর্তন না ঘটিয়ে মলিনা ঢুকে গেলেন কোচেদের ঘরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৮:৩৪
Share:

নজরে: পুরোদমে অনুশীলন সারলেন টম আলড্রেড। —ফাইল চিত্র।

মরসুমের প্রথম সিনিয়র দলের ডার্বি। ফলে রণকৌশল ফাঁসের আশঙ্কায় দুই দলই পন্থা নিয়েছে রুদ্ধদ্বার অনুশীলনের। মোহনবাগান সুপার জায়ান্ট আবার বেশি মাত্রায় ‘সতর্ক’। কোচ হোসে মলিনা, দিমিত্রি পেত্রাতসরা ক্লাবে উপস্থিত সমর্থকদের নিজস্বীর আব্দার মেটালেও মুখে কুলুপ এঁটেছেন। এক সমর্থক সন্ধেয় অনুশীলনের পরে জিজ্ঞাসা করলেন, ‘ডার্বির প্রস্তুতি কীরকম?’ মুখে আবেগের কোনও পরিবর্তন না ঘটিয়ে মলিনা ঢুকে গেলেন কোচেদের ঘরে।

এই ঘটনা দেখলেই ডুরান্ড কাপের শেষ আটে ডার্বির উত্তাপের আঁচ টের পাওয়া যায়। মলিনা জানেন, যতই তাঁর দল ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ডায়মন্ড হারবার এফসিকে ৫-১ গোলে হারাক না কেন, এই ম‌্যাচে হেরে গেলে ছিটকে যেতে হবে। শুধু তাই নয়, প্রাক মরসুম প্রস্তুতিতে দলের আত্মবিশ্বাসে অনেকটা ধাক্কা লাগারও সম্ভাবনা রয়েছে। তাই রুদ্ধশ্বাস ম‌্যাচের আবহে শুধু দরজাই বন্ধ হয়নি, বন্ধ হয়েছে ফুটবলারদের মুখও।

ইতিমধ‌্যেই চোট-আঘাতের সমস‌্যা মোহনবাগানের চিন্তা বাড়িয়েছে। সুহেল বাট, শুভাশিস বসুরা নেই। অনিশ্চিত মনবীর সিংহও। এ দিনও তিনি পুরোদমে অনুশীলন করেননি। তবে সমর্থকদের স্বস্তি দিয়ে দলের সঙ্গে নিবিড় অনুশীলন সেরেছেন টম আলড্রেড। গত কাল তিনি চোটের কারণে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন। শেষ মুহূর্তে পরিবর্তন না ঘটলে ডার্বিতে জুটি বাঁধছেন টম ও আলবের্তো জুটি।

এ ছাড়াও দল নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সেরেছেন মলিনা। দুই দলে ভাগ করে অনেকক্ষণ ম‌্যাচ খেলিয়েছেন। পরখ করে নিয়েছেন তাঁর অস্ত্রদের। মাঝমাঠে কখনও খেলেছেন আপুইয়া-অনিরুদ্ধ থাপা, আবার কখনও আপুইয়ার সঙ্গী হয়েছেন অভিষেক সূর্যবংশী। তবে মনে করা হচ্ছে, আপুইয়া ও অনিরুদ্ধ জুটিতেই ভরসা রাখবেন বাগান কোচ। রক্ষণ জমাট রেখে মাঝমাঠ ও আক্রমণে ব‌্যক্তিনৈপুণ‌্যে বাজিমাত করাই লক্ষ‌্য মলিনার।

বাঁ-প্রান্তে লিস্টন কোলাসোর খেলা এক প্রকার নিশ্চিত। ডান প্রান্তে গত ম‌্যাচে খেলেছিলেন পাসাং দোরজি তামাং। এ ক্ষেত্রে মনবীর না খেলতে পারলে পাসাংই হয়তো প্রথম একাদশে শুরু করবেন। অ‌্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ এবং সামনে জেমি ম‌্যাকলারেনের শুরু করার সম্ভাবনা বেশি। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন জেসন কামিংস। ডার্বিতেও সেই পরিকল্পনা দেখা যেতে পারে ।

জেমি, কামিংসদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন দিমিত্রিও। তিনি হয়তো শেষ দিকে কিছুটা গেম-টাইম পাবেন। বারবার বড় ম‌্যাচে জ্বলে ওঠেন দিমিত্রি। ২০২৩ সালে ডুরান্ড কাপের ফাইনালে দিমিত্রির গোলেই ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। সেই ভেবেই তাঁকে পরের দিকে ব‌্যবহার করা হতে পারে।

এ দিকে মোহনবাগানের পাশাপাশি ভারতের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে এএফসি চ‌্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলবে এফসি গোয়া। এই পর্বের ড্র অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরে শুক্রবার দুপুরে। পশ্চিমাঞ্চলীয় দলগুলিকে চারটি পটে রাখা হয়েছে। পট ‘সি’-তে রয়েছে মোহনবাগান এবং পট ‘ডি’-তে গোয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন