UEFA Champions League 2026

গোলরক্ষকের গোলে শেষ ষোলোয় মোরিনহোর বেনফিকা! হারতে হল রিয়ালকে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে নাটক

প্লে-অফে রিয়ালের সঙ্গে খেলবে গত বারের চ্যাম্পিয়ন পিএসজিও। আট ম্যাচে ১৫ পয়েন্ট রিয়ালের। ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে পিএসজি। জিতলে সরাসরি শেষ ষোলোয় জায়গা পেত তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:২৯
Share:

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিনের গোলের সেই মুহূর্ত। ছবি: রয়টার্স।

নাটকীয় ভাবে শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। গোল করে বেনফিকাকে নকআউট পর্বে তুলে দিলেন গোলরক্ষক!

Advertisement

বেনফিকার ঘরের মাঠে খেলা ছিল। তারা ৩–২ গোলে এগিয়ে ছিল। কিন্তু নকআউটে যাওয়ার জন্য হোসে মোরিনিহোর দলের এই ব্যবধান যথেষ্ট ছিল না। তাদের দরকার ছিল আরও একটি গোল। অন্য দিকে রিয়ালেরও দরকার ছিল একটি গোল। কারণ, সেক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে যেত। আর সেটা হলেই ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে প্রথম আটে জায়গা করে নিত রিয়াল। এবং সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিত।

নাটক তখনই শুরু। সংযুক্তি সময়ে রিয়ালের দু’জন লাল কার্ড দেখেন। ৯৮ মিনিটে সেই কাঙ্খিত গোলটি করে বেনফিকা পরের রাউন্ডে চলে যায়। ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। ৪–২ গোলে জিতে গোল পার্থক্যে মার্সেইকে টপকে নকআউটে চলে যায় বেনফিকা। আর হেরে রিয়াল শেষ করল নবম স্থানে। তারা প্লে–অফে খেলবে।

Advertisement

এই হারের পর ফুঁসছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপে। তিনি বলেই দিয়েছেন, তাঁদের যা পারফরম্যান্স, তাতে হারই পাওনা ছিল। বিশেষ করে বেনফিকা গোলরক্ষক ট্রুবিনের গোল করাকে তিনি ‘লজ্জাজনক’ বলেছেন। এমবাপে বলেন, ‘‘আমরা খারাপ খেলেছি। গোলরক্ষকের গোল করাটা লজ্জাজনক। আমার কাছে এই হারের কোনও ব্যাখ্যা নেই। আমাদের খেলার মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। এটা দ্রুত ঠিক করতে হবে। একটা চ্যাম্পিয়ন দল এক দিন ভাল এবং পরের দিনই খারাপ খেলতে পারে না।’’

দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলে এমবাপে বলেন, ‘‘বেনফিকা তাদের জীবন বাজি রেখে খেলছিল। কিন্তু আমাদের খেলা দেখে মনে হয়নি যে আমরা জানপ্রাণ দিয়ে লড়ছি। এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা।’’

প্লে-অফে রিয়ালের সঙ্গে খেলবে গত বারের চ্যাম্পিয়ন পিএসজিও। আট ম্যাচে ১৫ পয়েন্ট রিয়ালের। ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে পিএসজি। জিতলে সরাসরি শেষ ষোলোয় জায়গা পেত তারা। কিন্তু ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তারা ড্র করে।

শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্সেনাল, লিভারপুলও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement