ICC T20 World Cup 2026

১৫ জনের দল ঘোষণা করেও বিশ্বকাপে ১৪ জন নিয়ে নামতে পারে ভারত! নেপথ‍্যে গম্ভীরের বুদ্ধি

৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনও এক ক্রিকেটারের খেলা নিয়ে সংশয় রয়েছে। বিশ্বকাপ শুরুর তিন দিন আগে হবে তাঁর ফিটনেস পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৯
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি খেলতে পারবেন ওয়াশিংটন সুন্দর? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তাঁর চোট পুরোপুরি সারেনি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার তিন দিন আগে, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি হবে সুন্দরের ফিটনেস পরীক্ষা। তার পরেই বোঝা যাবে যে, সুন্দরকে বিশ্বকাপে পাওয়া যাবে কি না।

Advertisement

আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন সুন্দর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, যত দ্রুত সুন্দর সুস্থ হবেন বলে তাঁরা ভেবেছিলেন, তা হচ্ছে না। সুন্দরের পাঁজরের কাছে পেশি ছিঁড়েছে বলে জানা গিয়েছে। ফলে সুস্থ হতে সময় লাগছে।

আইসিসির নির্দেশ অনুযায়ী, চাইলে ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের দলে বদল করা যাবে। কিন্তু যদি কোনও ক্রিকেটার চোট পান, তা হলে প্রতিযোগিতা শুরুর পরেও দলে বদল করা যাবে। সে ক্ষেত্রে আইসিসির অনুমতি লাগবে। চোটের ক্ষেত্রে আইসিসি দলে বদলে আপত্তি করে না। এই নিয়ম কাজে লাগাতে চাইছেন গৌতম গম্ভীরেরা। তাই সুন্দরকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, ৪ ফেব্রুয়ারি সুন্দরকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। ৩ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে বিশ্বকাপের প্রস্তুতি শিবির শুরু ভারতের। ৪ ফেব্রুয়ারি সেখানেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত।

বুধবার সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ খেলেছেন তিলক বর্মা ও রিয়ান পরাগ। চোটের কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিলক। তবে জানা গিয়েছে, ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচের আগে শিবিরে যোগ দেবেন তিনি। তাঁর বিশ্বকাপে খেলতে কোনও সমস্যা হবে না। দলের সহ-অধিনায়ক অক্ষর পটেলও আঙুলে চোট পেয়েছেন। তবে তিনিও বিশ্বকাপে খেলবেন। অক্ষরকে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে আঙুলে আর চোট না লাগে, সেই দিকে নজর দিচ্ছেন ম্যানেজমেন্ট।

যদি সুন্দর খেলতে না পারেন, তা হলে পরিবর্ত হিসাবে নেওয়া হতে পারে পরাগকে। তাই তাঁকেও তৈরি রাখছে বোর্ড। তবে একটি অন্য জল্পনাও শুরু হয়েছে। সুন্দরকে পছন্দ করেন কোচ গম্ভীর। তাই তাঁর জন্য অপেক্ষা করতে রাজি তিনি। ভারতীয় দলে স্পিনার-অলরাউন্ডারের অভাব নেই। ফলে সুন্দর প্রথমের দিকে খেলতে না পারলেও সমস্যা হবে না। যদি চিকিৎসকেরা জানান, বিশ্বকাপের নক আউট পর্যায় থেকে সুন্দরকে পাওয়া যেতে পারে, তা হলেও অপেক্ষা করবেন গম্ভীরেরা। অর্থাৎ, সুন্দরকে দলে রেখে দেওয়া হবে। সে ক্ষেত্রে ১৫ জনের বদলে ১৪ জনের দল নিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। পরে দলে যোগ দেবেন অলরাউন্ডার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement