Bizzare Incident in Football

এক ম্যাচে তিন গোলরক্ষক খেলাল একটি দেশ! জানা গেল এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ

এক নয়, দুই নয়, একই ম্যাচে তিন জন গোলরক্ষককে খেলিয়ে দিল এক দেশ। তার পরেও জিততে পারল না তারা। ১-৩ গোলে হারতে হল সেই দেশকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭
Share:

ফুটবল মাঠে অদ্ভুত ঘটনা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড ঘটাল উগান্ডা। আফ্রিকান কাপ অফ নেশনসে নাইজেরিয়ার বিরুদ্ধে একই ম্যাচে তিন জন গোলরক্ষক খেলাল তারা। তার পরেও জিততে পারল না উগান্ডা। নাইজেরিয়ার কাছে ১-৩ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল তাদের।

Advertisement

গ্রুপ সি-তে প্রথম দুই ম্যাচ জেতার পর উগান্ডার বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামিয়েছিল নাইজেরিয়া। তারাও উগান্ডাকে হারিয়ে দিল। এই ম্যাচে সব কিছুকে ছাপিয়ে নজর কাড়ল উগান্ডার তিন গোলরক্ষক খেলানো। অবশ্য বাধ্য হয়েই সেই কাজ করতে হয়েছে তাদের।

উগান্ডার হয়ে খেলা শুরু করেছিলেন তাদের এক নম্বর গোলরক্ষর ডেনিস ওনিয়াঙ্গো। দেশের হয়ে ৭৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথমার্ধেই তাঁর গোড়ালি ঘুরে যায়। যন্ত্রণা নিয়েই কোনও রকমে প্রথমার্ধ খেলেন ওনিয়াঙ্গো।

Advertisement

দ্বিতীয়ার্ধে তাঁকে নামানোর ঝুঁকি নেননি কোচ। দ্বিতীয় গোলরক্ষক জামাল সালিমকে নামান তিনি। কাপ অফ নেশনসে তিউনিসিয়ার বিরুদ্ধে খেলার পর বসিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। জামাল মাঠে নামার কিছু ক্ষণ পরেই বক্সের বাইরে ভিক্টর ওসিমহেনকে ফাউল করেন। ফলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে।

বাধ্য হয়ে তৃতীয় গোলরক্ষক নাফিয়ান আলিয়োঞ্জিকে নামাতে বাধ্য হয়ে উগান্ডা। দেশের জার্সিতে এটি তাঁর আট নম্বর ম্যাচ। তিনি নেমে কয়েকটি ভাল সেভ করলেও শেষ দিকে দু’টি গোল হজম করেন। উগান্ডা ১০ জনে খেলায় সুবিধা হয় নাইজেরিয়ার। তাদের হয়ে জোড়া গোল করেন রাফায়েল ওনিয়েদিকা। একটি গোল পল ওনুয়াচুর। শেষ দিকে উগান্ডার হয়ে এক গোল শোধ করেন রজার্স মাতো। তার পরেও হেরেই মাঠ ছাড়তে হয় উগান্ডাকে। গ্রুপ শীর্ষে থেকে নক আউটে ওঠে নাইজেরিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement