Big Bash League

খেলতে যাওয়ার পথে মাঝরাস্তায় খারাপ ট্যাক্সি, সেই গাড়ি ঠেলে স্টেডিয়ামে পৌঁছোলেন চার ক্রিকেটার!

বিগ ব্যাশে পার্‌থ স্কর্চার্সের হয়ে সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলতে যাচ্ছিলেন লরি ইভান্স, অ্যাশটন অ্যাগার, অ্যারন হার্ডি ও মাহলি বিয়ার্ডম্যান। রাস্তায় তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:২৭
Share:

গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন ক্রিকেটারেরা। ছবি: এক্স।

রাস্তায় যানজট থাকায় সাইকেল চালিয়ে মাঠে পৌঁছোতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের কয়েক জন ক্রিকেটারকে। এ বার গাড়ি ঠেলে মাঠে খেলতে গেলেন কয়েক জন ক্রিকেটার। তাঁদের ও ভাবে মাঠে ঢুকতে দেখে অবাক হয়ে যান দর্শকেরাও।

Advertisement

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। মঙ্গলবার পার্‌থ স্কর্চার্সের হয়ে সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলতে যাচ্ছিলেন লরি ইভান্স, অ্যাশটন অ্যাগার, অ্যারন হার্ডি ও মাহলি বিয়ার্ডম্যান। রাস্তায় তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হয় তাঁদের। তখনও স্টেডিয়াম বেশ খানিকটা দূরে ছিল।

গাড়িতে চার ক্রিকেটারের কিট ব্যাগ ছিল। তাঁরা ভাবেন গাড়ি ঠেলে একটু এগোবেন। তার মধ্যে যদি গাড়ি চালু হয়ে যায়, তা হলে আবার বসে পড়বেন। কিন্তু গাড়ি আর চালু হয়নি। ও ভাবে ঠেলতে ঠেলতেই স্টেডিয়ামে পৌঁছোন তাঁরা। ক্রিকেটারদের গাড়ি ঠেলার এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকে। তা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য চার ক্রিকেটারকে হাসিমুখেই গাড়ি ঠেলতে দেখা গিয়েছে।

Advertisement

পরে খেলার মাঝেও এই ঘটনা নিয়ে আলোচনা হয়। ধারাভাষ্যকারেরা ইভান্সকে জিজ্ঞাসা করেন, ঠিক কী হয়েছিল? তখন পুরো ঘটনাটি খুলে বলেন তিনি। তা শুনে ধারাভাষ্যকারেরাও হেসে ফেলেন।

তবে মাঠের বাইরে এই ঘটনার প্রভাব পার্‌থের খেলায় পড়েনি। উল্টে আরও ভাল খেলে তারা। প্রথমে ব্যাট করে ২০২ রান করে পার্‌থ। অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন অ্যাশটন টার্নার। পরে ১৭.৩ ওভারে ১৩১ রানে সিডনিকে অল আউট করে দেয় তারা। ৭১ রানে ম্যাচ জেতে পার্‌থ। এই জয়ের ফলে বিগ ব্যাশ লিগে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে পার্‌থ। শীর্ষে রয়েছে মেলবোর্ন স্টারস। দ্বিতীয় স্থানে হোবার্ট হারিকেনস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement