I-League 2024-25

আই লিগ শেষ, তবু কেন ঠিক হল না কোন দল খেলবে পরের বছরের আইএসএলে?

রবিবার শেষ হল এ বছরের আই লিগ। পয়েন্ট তালিকায় সবার আগে শেষ করেছে চার্চিল ব্রাদার্স। তবু তাদের চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়নি। পরের বছরের আইএসএলে খেলাও নিশ্চিত নয়। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২০:২৬
Share:

লিগ শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্স দল। ছবি: সংগৃহীত।

রবিবার শেষ হল এ বছরের আই লিগ। পয়েন্ট তালিকায় সবার আগে শেষ করেছে চার্চিল ব্রাদার্স। তবু তাদের চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়নি। পরের বছরের আইএসএলে খেলাও নিশ্চিত নয়। বল আপাতত ফেডারেশনের কোর্টে। তাদের একটি সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে কারা আই লিগ চ্যাম্পিয়ন হবে।

Advertisement

রবিবারের ম্যাচের আগে চারটি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। তারা হল চার্চিল, ইন্টার কাশী, রিয়াল কাশ্মীর এবং গোকুলম কেরল। এর মধ্যে গোকুলম ছিটকে যায় ডেম্পোর কাছে ৩-৪ গোলে হেরে। তাদের পয়েন্ট ৩৭। পয়েন্ট তালিকায় সবার আগে শেষ করতে গেলে শ্রীনগরে গিয়ে রিয়াল কাশ্মীরকে হারাতেই হত চার্চিলকে। তারা ড্র করেছে। ফলে এখন চার্চিলের পয়েন্ট ৪০। ইন্টার কাশী ৩-১ গোলে রাজস্থানকে হারানোয় তাদের পয়েন্ট ৩৯। প্রতিটি দলই ২২টি করে ম্যাচ খেলেছে।

এখানেই তৈরি হয়েছে সমস্যা। গত ১৩ জানুয়ারি নামধারী এফসি-র সঙ্গে খেলা ছিল কাশীর। সেই ম্যাচে কাশী ০-২ গোলে হারে। তবে ম্যাচের পরেই নামধারীর বিরুদ্ধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে অভিযোগ করে কাশী। তাদের দাবি, ওই ম্যাচে নামধারী অবৈধ ভাবে ক্লেডসন কার্ভালহো দা সিলভাকে খেলিয়েছে। আগেই চারটি হলুদ কার্ড দেখায় ওই ম্যাচে নির্বাসিত থাকার কথা ছিল ক্লেডসনের। কিন্তু তিনি কাশীর বিরুদ্ধে ওই ম্যাচে খেলেন।

Advertisement

ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি কাশীর আবেদন শুনে সেই ম্যাচে নামধারীকে পরাজিত ঘোষণা করে এবং কাশীকে তিন পয়েন্ট দিয়ে দেয়। কিন্তু ২৭ মার্চ নিজেদের সেই সিদ্ধান্তই বাতিল করে দেয় তারা। এতে তীব্র প্রতিবাদ করে কাশী। আইনি হুমকিও দিয়ে রাখে তারা।

আপাতত জানা গিয়েছে, ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি ২৮ এপ্রিল সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ২২ দিন পরে। যদি সিদ্ধান্ত কাশীর পক্ষে যায় তা হলে তারাই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের মরসুমে আইএসএল খেলবে। না হলে চ্যাম্পিয়ন হবে চার্চিল। তবে বিষয়টি এত সহজেই মিটবে না। সিদ্ধান্ত যে দলের পক্ষেই যাক, বিরোধী দল পাল্টা আইনি লড়াইয়ের রাস্তায় যাবে। ফলে দীর্ঘমেয়াদী লড়াই দেখতে পারে ভারতীয় ফুটবল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement