ওয়েঙ্গারের অপসারণ চান এ বার রাইটও

ব্রিটিশ মিডিয়ার জল্পনা যদি সত্যি হয়, তা হলে উত্তরটা হ্যাঁ। আর্সেনালের ফরাসি ম্যানেজার এমনিতেই দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে কম চাপে ছিলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫১
Share:

আর্সেন ওয়েঙ্গার।

আর্সেনালে কি আর্সেন ওয়েঙ্গারের জমানা শেষ হতে চলেছে?

Advertisement

ব্রিটিশ মিডিয়ার জল্পনা যদি সত্যি হয়, তা হলে উত্তরটা হ্যাঁ। আর্সেনালের ফরাসি ম্যানেজার এমনিতেই দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে কম চাপে ছিলেন না। এর মধ্যে লিগ কাপে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৩ হার তাঁর রক্তচাপ আরও বাড়িয়ে দিয়েছে। চলতি মরসুমে ১২ ম্যাচে আর্সেন ওয়েঙ্গারের দলের এটি ছ’নম্বর হার। তা ছা়ড়া প্রিমিয়ার লিগেও আর্সেনালের অবস্থা খুব একটা ভাল নয়। ইপিএলের পয়েন্ট টেবলে চার নম্বরে থাকা টটেনহ্যামের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে গানার্সরা।

ব্রিটিশ মিডিয়ায় জল্পনা ওয়েঙ্গারের জায়গায় কাকে আনা যায় সেই খোঁজ শুরু হয়ে গিয়েছে আর্সেনালে। তা সে যতই ২০১৯ পর্যন্ত আর্সেনালের সঙ্গে ওয়েঙ্গারের চুক্তি থাকুক। সমালোচনার তির চার দিক থেকে ওয়েঙ্গারের দিকে ধেয়ে আসছিলই। সেই তালিকায় যোগ দিয়েছেন এ বার প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার ইয়ান রাইটও।

Advertisement

তিনি বলেছেন, ‘‘আর্সেনালের এই পারফরম্যান্সের পরে ওয়েঙ্গার অজুহাত দিচ্ছেন। তিনি টিমটাকে আগলে রেখেছেন। ওয়েঙ্গার চলতি মরসুমের শেষ পর্যন্ত ম্যানেজারের কুর্সিতে থাকবেন কি না বলা যাচ্ছে না। তবে এই ব্যাপারটা বন্ধ হওয়া দরকার।’’

আর্সেনালের মালিক যুক্তরাষ্ট্রের স্ট্যান ক্রোয়েঙ্কেকেও কড়া কথা বলতে ছাড়েননি তিনি। ‘‘আর্সেনালের আজ যা অবস্থা তার জন্য ক্লাবের মালিকরা কোনও অংশে কম দায়ী নয়। মালিক ক্রোয়েঙ্কে এ নিয়ে মাথা ঘামান না। যদি সত্যি তিনি মাথা ঘামাতেন তা হলে ওয়েঙ্গার ফের দু’বছরের চুক্তি পেতেন না।’’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘‘সবাই বুঝতে পারছে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওয়েঙ্গারকে সরে যেতেই হবে। ক্লাবের মালিকদের এখানে আসতে হবে। খুঁজে দেখতে হবে আসলে কী হচ্ছে, কেন হচ্ছে, সমস্যার সমাধানের পথ কী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন