Virat Kohli

‘স্টাম্পটা তুলে বিরাটের পেটে ঢুকিয়ে দিতে ইচ্ছা করছিল’

সিরিজ শেষ হওয়ার ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। তবু বিতর্ক এখনও থামেনি। সেই বিতর্ক বাইশ গজ ছাড়িয়ে এখন বিশ্ব সমালোচনায় পরিণত হয়েছে। যার বড় অংশ জুড়ে বিরাট কোহালি! বিরাটকে নিয়ে এ বার নিজের ‘তিক্ত’ অভিজ্ঞতা শেয়ার করলেন অস্ট্রেলিয়ারই প্রাক্তন ক্রিকেটার এড কোয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৭:১৬
Share:

বিরাটকে মারার হুমকি!

সিরিজ শেষ হওয়ার ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। তবু বিতর্ক এখনও থামেনি। সেই বিতর্ক বাইশ গজ ছাড়িয়ে এখন বিশ্ব সমালোচনায় পরিণত হয়েছে। যার বড় অংশ জুড়ে বিরাট কোহালি!

Advertisement

বিরাটকে নিয়ে এ বার নিজের ‘তিক্ত’ অভিজ্ঞতা শেয়ার করলেন অস্ট্রেলিয়ারই প্রাক্তন ক্রিকেটার এড কোয়ান। এক সময় বিরাটের মন্তব্যে তিনি নাকি এতটাই রেগে গিয়েছিলেন যে, তাঁর পেটে স্টাম্প ঢুকিয়ে দেওয়ার কথাও মনে হয়েছিল।

কেন এমন কথা মনে হয়েছিল কোয়ানের?

Advertisement

আরও পড়ুন- আইপিএলে কোহালি বনাম অস্ট্রেলিয়া

ফক্স স্টারকে দেওয়া একটি সাক্ষাত্কারে কোয়ান বলেন, অস্ট্রেলিয়ার সফরে যখন বিরাটের দল এসেছিল, সেই সিরিজের একটি ম্যাচ চলাকালীন কোয়ানের মা অসুস্থ হয়ে পড়েন। তাঁর দাবি, সেই প্রসঙ্গে বিরাট যে মন্তব্য করেছিল, তা ভীষণ আপত্তিকর বলে মনে হয় কোয়ানের। ব্যাপারটা অবশ্য বেশি দূর এগোয়নি। কারণ আম্পায়ার বিরাটকে সতর্ক করে বলেন, সে সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিরাট সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন। ‘কিন্তু সেই সময় এতটাই রেগে গিয়েছিলাম যে, মনে হচ্ছিল উইকেটটা তুলে ওর পেটে ঢুকিয়ে দিই’- বলেছেন কোয়ান। একই সঙ্গে তাঁর উপলব্ধি, দু’জনের ভাষাগত পার্থক্যের কারণের এই বোঝাবুঝির মধ্যে ফাঁক থেকে যায়। ‘আমাদের মনে থাকে না যে ওদের মাতৃভাষা ইংরেজি নয়। আমরা কিন্তু কখনও ওদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করি না।’ আসলে অনুবাদ করে বলতে গিয়ে অনেক কিছুই এ দিক ও দিক হয়ে যায়। মনে করেন কোয়ান।

এখানেই থামেননি। ক্রিকেটার বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওই সাক্ষাত্কারেই। ‘আমি ওর ক্রিকেটের একজন বড় ভক্ত’- বলেছেন কোয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন