Diego Maradona

বিশ্বকাপজয়ী বিলার্দো এখনও জানেন না, প্রিয় ছাত্র দিয়েগো আর নেই

বুয়েনোস আইরেসের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রাক্তন কোচের ভাই হর্ঘ জানিয়েছেন, কে সেই খবর তাঁকে দেবেন, বুঝে উঠতে পারছেন না তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৪:২১
Share:

—ফাইল চিত্র।

তাঁর প্রিয় ছাত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার অকালপ্রয়াণের পরে পেরিয়ে গিয়েছে ন’দিন। কিন্তু কার্লোস সালভাদোর বিলার্দো এখনও জানেন না সেই মর্মান্তিক খবর!

Advertisement

বুয়েনোস আইরেসের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রাক্তন কোচের ভাই হর্ঘ জানিয়েছেন, কে সেই খবর তাঁকে দেবেন, বুঝে উঠতে পারছেন না তাঁরা। গত কয়েক বছর ধরে স্নায়ুর জটিল রোগে (ডাক্তারি পরিভাষায় হাকিম-অ্যাডমস সিনড্রোম) ভুগছেন তিনি। তারই মধ্যে অগস্ট মাসে সংক্রমিত হন করোনায়। কিছুটা সুস্থ হয়ে সম্প্রতি হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে আনা হয়। চিকিৎসকদের কড়া নির্দেশ, তাঁর স্নায়ুতন্ত্রের উপরে চাপ তৈরি যেন না হয়। বিলার্দোর ভাই হর্ঘে বলেছেন, “কে তাঁকে গিয়ে এই খবর শোনাবে, সেটা আমরা বুঝেই উঠতে পারছি না।’’ এ দিকে, প্রয়াত প্রিয় বন্ধু দিয়েগো মারাদোনাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোকজ্ঞাপন করেন ফুটবল সম্রাট পেলে। গিটার হাতে মারাদোনার সঙ্গে ছবি পোস্ট করে পেলে লিখেছেন, “ভাবতেই পারছি না তোমার প্রয়াণের পরে সাতটা দিন কেটে গিয়েছে।” পেলে আরও লিখেছেন, “একদিন তোমার স্বর্গে আবার দেখা হবে। সে দিন কিন্তু গোল করি বা না করি, মুষ্ঠিবদ্ধ হাত উপরে ছুড়ে দেব। তোমার সঙ্গে আবার দেখা হওয়ার চেয়ে বেশি আনন্দ আর কী হতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন