East Bengal

Chinmoy Chattopadhyay : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তিন প্রধানে খেলা ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়

মোহনবাগানে এক বছর খেলার পর ১৯৭৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছিলেন চিন্ময়। পরের বছর তিনি যোগ দেন মহমেডান স্পোর্টিং দলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৯:২৪
Share:

চিন্ময় চট্টোপাধ্যায় নিজস্ব চিত্র

প্রয়াত হলেন তিন প্রধান ও জাতীয় দলে খেলা প্রাক্তন ডিফেন্ডার চিন্ময় চট্টোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার প্রয়াত হন তিনি। রবিবার দুপুর ৩টে নাগাদ প্রয়াত হন চিন্ময়। খড়দহের বাড়িতেই প্রয়াত হন তিনি।

Advertisement

১৯৭৫ সালে যোগ দেন মোহনবাগানে। ১৯৭৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছিলেন চিন্ময়। পরের বছর যোগ দেন মহমেডান স্পোর্টিং দলে। ১৯৮১ সালে মহমেডানের কলকাতা লিগ জয়ী দলের সদস্য ছিলেন। এরপরের বছর ফের লাল-হলুদ ক্লাবে যোগ দেন চিন্ময়। ফুটবলারের পাশাপাশি সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছিলেন।

শুক্রবার মহমেডানের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন চিন্ময়। ১৯৮১ সালের কলকাতা লিগজয়ী দলের সদস্য হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল ক্লাব।

Advertisement

একসময়ের সতীর্থ মানস ভট্টাচার্য, বিদেশ বসু ও ভাস্কর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চিন্ময় মানস ভট্টাচার্যের ফেসবুক থেকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন