লতিফুদ্দিন প্রয়াত

১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য সৈয়দ মইনুদ্দিনের ছেলে লতিফুদ্দিন ফুটবল শুরু করেছিলেন অন্ধ্র প্রদেশ পুলিশ দলের হয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫০
Share:

বিদায়: লতিফুদ্দিনের প্রয়াণে ময়দানে শোকের ছায়া। ফাইল চিত্র

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহমেডান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা সৈয়দ লতিফুদ্দিন নাজম। তাঁর বয়স হয়েছিল ৭১।

Advertisement

১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য সৈয়দ মইনুদ্দিনের ছেলে লতিফুদ্দিন ফুটবল শুরু করেছিলেন অন্ধ্র প্রদেশ পুলিশ দলের হয়ে। ১৯৭০ সালে তিনি সই করেন মহমেডানে। দু’বছর খেলার পরে যোগ দেন ইস্টবেঙ্গলে। পরের মরসুমেই ফিরে যান মহমেডানে। ১৯৭৬ মরসুমে কলকাতা লিগে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার খেতাব পান। ১৯৮০ সাল পর্যন্ত মহমেডানেই খেলেছেন লতিফুদ্দিন। ফের ইস্টবেঙ্গলে যোগ দেন ১৯৮১ সালে। কিন্তু একটা মরসুম খেলেই ফিরে যান পুরনো ক্লাব মহমেডানে। মরসুম শেষ হওয়ার পরেই ফুটবলকে বিদায় জানান বাঁ পায়ের এই শিল্পী। ফিরে যান হায়দরাবাদে। সেখানেই মঙ্গলবার সকালে প্রয়াত হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন