French Open

আজ শিয়নটেকের ছন্দ বনাম কেনিনের সার্ভিস

১৯৩৯ সালে জাদবিগা জেড্রোজস্কার পরে পোলান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছন শিয়নটেক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৫:১৫
Share:

যুযুধান: ফাইনালের দুই প্রতিপক্ষ ইগা শিয়নটেক ও সোফিয়া কেনিন। ছবি রয়টার্স।

করোনার জন্য ফরাসি ওপেন হয়তো পিছিয়ে গিয়েছে, কিন্তু নতুন তারকা উঠে আসার চমক কিন্তু বজায় আছে এ বারও। মেয়েদের সিঙ্গলসের ফাইনালেই সেটা স্পষ্ট। অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন ২১ বছর বয়সি সোফিয়া কেনিন বনাম প্রথম বার ফরাসি ওপেনের ফাইনালে ওঠা পোলান্ডের ১৯ বছর বয়সি ইগা শিয়নটেক ট্রফির জন্য লড়বেন এ বার। দু’জনের উত্থানই চমকপ্রদ। শিয়নটেকের অস্ত্র ছন্দ। কেনিনের ‘নো-লুক সার্ভিস’-এর ধাঁধার উত্তর আবার পাননি কোনও প্রতিপক্ষই।

Advertisement

১৯৩৯ সালে জাদবিগা জেড্রোজস্কার পরে পোলান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছন শিয়নটেক। ‘‘অবিশ্বাস্য মনে হচ্ছে, এক দিকে জানি ভাল টেনিস খেলার ক্ষমতা আমার আছে। অন্য দিকে, আশ্চর্যও হচ্ছি। ভাবিনি ফাইনালে উঠে যাব একেবারে,’’ বলেছেন বিশ্বের ৫৪ নম্বর শিয়নটেক। তবে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন কেনিন গত মাসে যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডেও উঠেছিলেন। চর্চা হচ্ছে সব চেয়ে বেশি তাঁর সার্ভিস নিয়ে। বলের দিকে তিনি প্রথমে না তাকিয়েই এই সার্ভিস করেন। যার জবাব দেওয়ার চ্যালেঞ্জ শিয়নটেকের। ‘‘গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা সহজ নয়। তার উপরে দুটোর ফাইনালে ওঠাটা বিশেষ মুহূর্ত,’’ বলেছেন কেনিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন