Sport News

মাঠে সুনীল ম্যাজিক, গ্যালারিতে আবেগের ঝড়

সোমবারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জোড়া গোল তো করলেনই, মন জিতে নিলেন আপামর দেশবাসীর। মুম্বইয়ের যে মাঠে গত সপ্তাহতেও মেরেকেটে তিন হাজার লোক হয়নি সেখানে সোমবার তৈরি হল শব্দব্রহ্ম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ১৮:৫০
Share:

গ্যালারিতে জনতার উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

স্রেফ একটা হৃদয়স্পর্শী ভিডিয়ো, তার জাদুতেই ভারত বনাম কেনিয়া লো-ভোল্টেজ ফুটবল ম্যাচে ঘিরে আবেগ, জাতীয়তাবাদ মিলেমিশে একাকার। ম্যাজিশিয়ানের নাম সুনীল ছেত্রী।

Advertisement

সোমবারের বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে জোড়া গোল তো করলেনই, মন জিতে নিলেন আপামর দেশবাসীর।

মুম্বইয়ের যে মাঠে গত সপ্তাহতেও মেরেকেটে তিন হাজার লোক হয়নি সেখানে সোমবার তৈরি হল শব্দব্রহ্ম। ইন্ডিয়া... ইন্ডিয়া... জয়ধ্বনিতে গমগম করল কানায় কানায় ভর্তি স্টেডিয়াম। শ্লথগতির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘিরেই তৈরি হল আবেগঘন নানা মুহূর্ত। কিছু মাঠে, কিছু মাঠের বাইরে। সুনীলের জীবনের স্মরণীয় ম্যাচে চোখে পড়ল নানা টুকরো দৃশ্য, যা এই দিনের সুরটিকে আরও এক পর্দা চড়িয়ে দিল।

Advertisement

খেলা শুরুর আগেই শেষ হয়ে গিয়েছিল সব টিকিট। ভারত-কেনিয়া ফুটবল ম্যাচ ঘিরে এমন আবেগ কে কবে দেখেছে!

ম্যাচের প্রথম গোল ভারত অধিনায়কের পা থেকেই। মাঠে উপস্থিত জনতা যেন উচ্ছ্বাসের বাড়তি উপাদন পেয়ে গেল।

আরও পড়ুন
‘ওইটুকু চেহারা নিয়ে একটা ছেলে খেলে যাচ্ছে কী করে এই ফুটবলটা!’

বৃষ্টিভেজা ম্যাচে আটকে গেল কেনিয়া। সুনিল ছেত্রীর শততম ম্যাচ ৩-০ গোলে জিতল ভারত। এটাও তো ম্যাজিক।

লক্ষ্মণ থেকে সচিন, ব্লু টাইগারদের জাদুতে বুঁদ দেশের ক্রিকেট জাদুকরেরা টুইটারে অভিনন্দন জানালেন ভারতীয় দলকে।

টুর্নামেন্টে এখনও নিউজল্যান্ডের সঙ্গে খেলা বাকি, তার আগেই পয়েন্ট টেবলের শীর্ষে ভারত। ভিডিয়ো পোস্ট করে দেশবাসীর কাছে সমর্থনের আবেদন জানিয়েছিলেন সুনীল, চেয়েছিলেন ভর্তি মাঠের সামনে পারফর্ম করতে। জনতার উজাড় করা ভালবাসা পেয়ে, ম্যাচ শেষে মাঠ ঘুরে দশর্কদের ধন্যবাদ জানালেন নীল জার্সিধারী যোদ্ধারা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement