গম্ভীরদের দু’শোর জুটি

ময়ঙ্ক অগ্রবাল ও গৌতম গম্ভীরের ডাবল সেঞ্চুরি পার্টনারশিপে ভারত নীল প্রথম দিনই নিজেদের এগিয়ে রাখল। দলীপ ট্রফির তৃতীয় ম্যাচের প্রথম দিন, রবিবার। সুরেশ রায়নার ভারত সবুজ দলের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৭
Share:

ময়ঙ্ক অগ্রবাল ও গৌতম গম্ভীরের ডাবল সেঞ্চুরি পার্টনারশিপে ভারত নীল প্রথম দিনই নিজেদের এগিয়ে রাখল। দলীপ ট্রফির তৃতীয় ম্যাচের প্রথম দিন, রবিবার। সুরেশ রায়নার ভারত সবুজ দলের বিরুদ্ধে।

Advertisement

দলীপ ট্রফির এই ম্যাচটা কার্যত সেমিফাইনাল। কারণ এই ম্যাচ যারা জিতবে, তারা ফাইনালে যুবরাজ সিংহের ভারত লাল দলের বিরুদ্ধে খেলবে। তাই শুরু থেকেই নিজেদের গোছাতে শুরু করে দিলেন গম্ভীররা। জসপ্রীত বুমরাহ, অশোক দিন্দাদের সামলে ময়ঙ্ক ১৬১ ও ক্যাপ্টেন গম্ভীর ৯০ করেন। চেতেশ্বর পূজারাও বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ৬৩ রানে দিন শেষ করেন। ময়ঙ্ককে ও বুমরাহ সিদ্ধেশ লাডকে ফিরিয়ে দেন দিন্দা। সেঞ্চুরি থেকে দশ রান দূরে রান আউট হয়ে যান গম্ভীর। দিনের শেষে তাঁর টিমের স্কোর ৩৩৬-৪। গম্ভীরের এটা টানা দু’নম্বর হাফসেঞ্চুরি। প্রথম ম্যাচে ৭৭ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement