Cricket

এ বার ধোনিকে ভুলে সামনে তাকাক ভারত, বলছেন গম্ভীর

বিশ্বকাপের পরে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন ধোনি। ভারতীয় ক্রিকেটে জল্পনা, চোটের জন্যই  সিরিজগুলি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মাহি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক তাঁর ভবিষ্যৎ নিয়ে টুঁ শব্দটি করছেন না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৭
Share:

ধোনির অবসর নিয়ে নিজের মতামত জানালেন গম্ভীর।

মহেন্দ্র সিংহ ধোনিকে ছাড়া এগিয়ে যাওয়ার সময় হয়েছে ভারতীয় ক্রিকেটের। একাধিক প্রাক্তন ক্রিকেটার ধোনি ভুলে এগনোর ডাক দিয়েছিলেন আগে। দেশের প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীর একই সুরে বলেছেন, তাঁদের ভাবনাচিন্তার সঙ্গে যদি না মেলে, তা হলে ধোনির সঙ্গে কথা বলা উচিত অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের।

Advertisement

বিশ্বকাপের পরে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন ধোনি। ভারতীয় ক্রিকেটে জল্পনা, চোটের জন্যই সিরিজগুলি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মাহি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক তাঁর ভবিষ্যৎ নিয়ে টুঁ শব্দটি করছেন না। গম্ভীর বলছেন, ‘‘অবসর গ্রহণ একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। পরের বিশ্বকাপে আমি অন্তত ধোনিকে দেখছি না।সে সময়ে অধিনায়ক যেই থাকুক, সাহস করে বলা উচিত তার চিন্তাভাবনার সঙ্গে মিলছে না সংশ্লিষ্ট ক্রিকেটারের খেলা।’’

ধোনি না থাকায় ঋষভ পন্থকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পন্থ ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহাই খেলার ব্যাপারে এগিয়ে। পন্থের ব্যর্থতায় সঞ্জু স্যামসনের হয়ে গলা ফাটিয়েছেন গম্ভীর। দেশের প্রাক্তন বাঁ হাতি ওপেনার বলেছেন, ‘‘পরবর্তী চার-পাঁচ বছরের মধ্যে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে তৈরি করে ফেলতে হবে। পরের বিশ্বকাপে খেলবে না ধোনি। পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামতে হবে। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনের মতো তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার দরকার। যদি আমার মতামত চাওয়া হয়, তা হলে বলবো ধোনিকে ছাড়া এগনোর ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে।’’

Advertisement

সবাই ধোনি সম্পর্কে বলছেন। কিন্তু, যাঁকে নিয়ে এত কথা, তিনি একটি শব্দও খরচ করছেন না। ফলে ধোনিকে নিয়ে বাড়ছে জল্পনা।

আরও পড়ুন: ভাল খেললেও নির্বাচকরা আমার কথা ভুলেই গিয়েছেন, বললেন পার্থিব

আরও পড়ুন: জাতীয় দলে কার আসা উচিত বলে সওয়াল করলেন হরভজন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন