বহু ক্ষতি হলেও আফসোস করছেন না গম্ভীর

শনিবার শেষ রঞ্জি ট্রফির ম্যাচে সেঞ্চুরি করার পরে প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ক স্বীকার করে নেন, ক্রিকেট জীবনে বহু শত্রু তৈরি করলেও কখনও রাতের ঘুম নষ্ট হয়নি তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০৪:০২
Share:

সফল: সেঞ্চুরির পরে গৌতম

ক্রিকেট জীবনে বরাবরই সোজাসাপ্টা কথাবার্তা বলেছেন তিনি। কোনও ব্যাপারে মনের মধ্যে এক রকম রেখে মুখে অন্য রকম বলেননি। সে জন্য হয়তো বহু ক্ষতি স্বীকার করতে হয়েছে তাঁকে। কিন্তু তাতে কোনও আফসোস নেই গৌতম গম্ভীরের। শনিবার শেষ রঞ্জি ট্রফির ম্যাচে সেঞ্চুরি করার পরে প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ক স্বীকার করে নেন, ক্রিকেট জীবনে বহু শত্রু তৈরি করলেও কখনও রাতের ঘুম নষ্ট হয়নি তাঁর।

Advertisement

গম্ভীর মনে করেন, ‘‘শুধু ক্রিকেটে নয়, আমাদের সমাজে এটাই নিয়ম যে, কাউকে আয়না দেখালে সে সেটা মোটেই পছন্দ করে না। বাস্তবের মুখোমুখি হতে কেউ চায় না। আর এ সবে আমার দম বন্ধ হয়ে আসে।’’ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এই বিদায়ী সাক্ষৎকারে গম্ভীর অকপটে তাঁর এই মনের কথা জানিয়ে আরও বলেন, ‘‘অনেকেই আমাকে বলেছেন, এতটা নীতিবাগীশ না হলেই পারতে। কিন্তু আমি তো তেমন নই। জীবনে অনেক শত্রু তৈরি হয়েছে আমার। কিন্তু কখনও আমার রাতের ঘুম নষ্ট হয়নি।’’

দিল্লির ক্রিকেট কর্তাদের সঙ্গে বহুবার বিরোধ বেধেছে তাঁর। দিল্লির কোচ কেপি ভাস্করের বিরুদ্ধেও যেমন সরব হয়েছেন, তেমনই চেতন চৌহানের সঙ্গেও তর্ক করতে পিছপা হননি গম্ভীর। এগুলো তাঁর ক্রিকেট জীবনের ক্ষতি করতে পারে জেনেও পিছিয়ে থাকেননি। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘‘এগুলো আমার ক্ষতি করেছে ঠিকই। যতই হোক আমিও তো মানুষ। কিন্তু আমি যে কোনও অন্যায় সহ্য করতে পারি না। আমাদের সমাজে অনেক কিছুই হয়, যা হাস্যকর। সেগুলোরই প্রতিবাদ করেছি বলে আমার ক্রিকেট জীবন পরিপূর্ণ হল না।’’ গম্ভীর মনে করেন, ‘‘অনেকেই আমাকে ভুল বুঝেছেন। যখন বলেছি, অধিনায়ক ভাল হয় তার দল ভাল হলে, তখনই সবাই ভেবেছে আমি এম এস ধোনিকে উদ্দেশ্য করে এ কথা বলছি। পরে কেকেআর বা দিল্লির রঞ্জি দলকে নেতৃত্ব দেওয়ার সময়েও যখন একই কথা বলেছি, তখন কেউ তা শোনেনি। এই ভুল বোঝাবুঝিই আমার ক্রিকেট কেরিয়ারে অনেক ক্ষতি করেছে।’’

Advertisement

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এ বার ভারতীয় বোর্ডের প্রশাসনে কোনও ভূমিকায় তাঁকে দেখা যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘‘এখনই এই ব্যাপারে কিছু বলতে পারছি না। অনেক কিছুই বদলাতে চাই আমি। কিন্তু সেটা কোন ভূমিকায় থেকে, তা এখনও ঠিক করিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement