Sports News

প্রথম ডালমিয়া স্মৃতি বক্তৃতা দেবেন গাওস্কর

প্রয়াত জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতায় প্রথম বার বক্তৃতা দিচ্ছেন কে? অন্য কেউ নন, সুনীল গাওস্কর। আগামী ২১ জানুয়ারি ডালমিয়া স্মৃতি বক্তৃতার দিন ঠিক হয়েছে। ইডেনে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচের আগের দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০৩:৩০
Share:

প্রয়াত জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতায় প্রথম বার বক্তৃতা দিচ্ছেন কে?

Advertisement

অন্য কেউ নন, সুনীল গাওস্কর।

আগামী ২১ জানুয়ারি ডালমিয়া স্মৃতি বক্তৃতার দিন ঠিক হয়েছে। ইডেনে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচের আগের দিন। যে বক্তৃতার দিন ভারত এবং ইংল্যান্ড— দু’টো টিমের ক্রিকেটাররাই থাকবেন।

Advertisement

এর আগেও ডালমিয়া স্মৃতি বক্তৃতার কথা ভাবা হয়েছিল। এক সময় ঠিক হয়েছিল যে, বর্তমান ভারতীয় টিমের কোচ অনিল কুম্বলেকে বলা হবে প্রথম বার বক্তৃতা পেশের জন্য। কিন্তু নানা কারণে তা পিছিয়ে দিতে হয়েছে। শেষ পর্যন্ত যা হচ্ছে জানুয়ারি মাসে।

গাওস্করের কাছে বক্তৃতা প্রদানের অনুরোধ পেশ করে গতকালই চিঠি পাঠিয়ে দিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। চিঠিতে সিএবি প্রেসিডেন্ট লেখেন যে, প্রয়াত ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে খুব কাছ থেকে দেখেছেন গাওস্কর। তাই সিএবি চায়, প্রথম স্মৃতি বক্তৃতা তিনিই দিন। যা খবর, গাওস্করের সম্মতিও পেয়ে গিয়েছে সিএবি। বক্তৃতায় ক্রিকেটবিশ্বের কয়েক জন বিশিষ্টেরও উপস্থিত থাকার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement