Schweinsteiger

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সোয়াইনস্টাইগার

লিওনেল মেসির দেখানো পথে আন্তর্জাতিক ফুটবল থেকে এ বার অবসর নিলেন বাস্তিয়ান সোয়াইস্টাইগার। দীর্ঘ দিন জার্মানির জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে মোট ১২০টি ম্যাচ খেলেছেন সোয়াইনস্টাইগার। দীর্ঘ ১৩ বছর বায়ার্ন মিউনিখের হয়ে খেলে গত মরসুমে তিনি যোগ দেন ম্যাচেস্টার ইউনাইটেডে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ১৪:৫৮
Share:

লিওনেল মেসির দেখানো পথে আন্তর্জাতিক ফুটবল থেকে এ বার অবসর নিলেন বাস্তিয়ান সোয়াইস্টাইগার।
দীর্ঘ দিন জার্মানির জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে মোট ১২০টি ম্যাচ খেলেছেন সোয়াইনস্টাইগার। দীর্ঘ ১৩ বছর বায়ার্ন মিউনিখের হয়ে খেলে গত মরসুমে তিনি যোগ দেন ম্যাচেস্টার ইউনাইটেডে। তাঁকে মিউনিখের মাঝমাঠের ইঞ্জিন বলা হত। জার্মানির হয়েও তিনি সেই ইঞ্জিনের কাজই করতেন। দেশের হয়ে মোট ম্যাচ খেলার বিচারে তিনি রয়েছেন চার নম্বরে। তার আগে রয়েছেন লোথার ম্যাথেউজ (১৫০), মিরোস্লাভ ক্লোজে (১৩৭), লুকাস পোডলস্কি (১২৯)।
২০০৪ সালে জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন বাস্তিয়ান। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সবচেয়ে বেশি বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপ খেলার জার্মান রেকর্ডও তাঁরই দখলে। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে দেখা যাবে ৩১ বছরের এই মিডফিল্ডারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন