হাজারতম ম্যাচে জয় বুফনের

পেশাদার ফুটবলার হিসেবে কেরিয়ারের হাজারতম ম্যাচ ভালভাবেই কেটে গেল ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইগি বুফনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:৪২
Share:

পেশাদার ফুটবলার হিসেবে কেরিয়ারের হাজারতম ম্যাচ ভালভাবেই কেটে গেল ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইগি বুফনের।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শুক্রবার রাতে ঘরের মাঠে আলবানিয়াকে ২-০ হারানোর পর তাই ‘আজুরি’-দের তারকা গোলকিপারের প্রতিক্রিয়া, ‘‘হাজারতম ম্যাচে গোল না খেয়ে ড্রেসিংরুমে ফেরার মজাটাই আলাদা।’’

এই ম্যাচে সম্মান জানানোর জন্য বিশেষ জার্সি তৈরি হয়েছিল বুফনের জন্য। যদিও ম্যাচে তিনি সেই জার্সি পড়ে খেলেননি। এই জয়ের ফলে ইতালির হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৫৫ ম্যাচ অপরাজিত রইলেন বুফন। যার মধ্যে রয়েছে ৪১ জয় এবং ১৪ টি ড্র রয়েছে।

Advertisement

ঘটনাবহুল ম্যাচে অবশ্য খেলা চলাকালীন মাঠের মধ্যে আলবানিয়ার সমর্থকরা মশাল ছোড়ায় খেলা বন্ধ থাকে আট মিনিট। খেলা শেষে যা নিয়ে কড়া প্রতিক্রিয়ার বদলে বুফন সাংবাদিকদের বলে যান, ‘‘জয়ের পাশাপাশি এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে এই বিতর্কের জন্য। এই টুকরো টুকরো মুহূর্তগুলোই ফুটবলের মজা।’’

ম্যাচের শুরুতেই বারো মিনিটের মাথায় পেনাল্টি থেকে ইতালিকে এগিয়ে দেন ড্যানিয়েল ডি’রোসি। দ্বিতীয়ার্ধে ইতালির হয়ে ব্যবধান বাড়ান সিরো ইমমোবাইল। ম্যাচ জিতেও গ্রুপে স্পেনের পিছনে দ্বিতীয় স্থানে থাকায় হতাশ ইতালির অধিনায়ক জিয়ামপিয়েরো ভেনতুরা। তাঁর প্রতিক্রিয়া, ‘‘গ্রুপ শীর্ষে থাকতে পারলে আরও ভাল লাগত। ম্যাচের শুরুতে টেনশনে ছিল ছেলেরা। তবে বিপক্ষ আমাদের খুব বেশি অসুবিধায় ফেলতে পারেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন