নতুন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফানতিনো

নতুন ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়ানি ইনফানতিনো। দ্বিতীয় পর্বে ১১৫ ভোট নিয়ে নিজের স্থান নিশ্চিত করলেন। প্রেসিডেন্ট পদের জন্য তাঁর সঙ্গে লড়াইয়ে থাকা সলমন বিন ইব্রাহিম আল খলিফাকে থামতে হল দ্বিতীয় স্থানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৮
Share:

নতুন ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়ানি ইনফানতিনো। দ্বিতীয় পর্বে ১১৫ ভোট নিয়ে নিজের স্থান নিশ্চিত করলেন। প্রেসিডেন্ট পদের জন্য তাঁর সঙ্গে লড়াইয়ে থাকা সলমন বিন ইব্রাহিম আল খলিফাকে থামতে হল দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকলেন আরও এক দাবিদার প্রিন্স আলি বিন হোসেন।

Advertisement

প্রথম ব্যালটেই ৮৮ ভোট নিয়ে এগিয়ে গিয়েছিলেন জিয়ানি। ২৭ ভোট পেয়েছিলেন প্রিন্স আলি, ৮৫ ভোট ছিল সলমন বিনের। ৭ ভোট পেয়েছিলেন জেরম শ্যাম্পেন। দ্বিতীয় ব্যালটেও বাজিমাত জিয়ানির। যেখানে কোনও ভোটই পেলেন না জেরম শ্যাম্পেন। প্রিন্স আলি পেলেন ৪ ভোট। ৮৮ ভোট পেলেন সলমন বিন। ১১৫ ভোট পেয়ে শেষ হাসি হাসলেন জিয়ানি ইনফানতিনো। সুইৎজারল্যান্ডের জিয়ানি হাতে গেল ব্লাটার পরবর্তি সময়ের ফিফার ব্যাটন। ২০১৯ পর্যন্ত দায়িত্ব পেলেন তিনি। গুরু দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করার মতো জায়গায় নেই আমি। আমি এমন একটা পথ পেড়িয়ে এসেছি যেখানে আমার সেই সব মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যাঁরা ফুটবলে বাঁচে, ফুটবলে নিঃশ্বাস নেয়। এবং অনেকেই ফিফার এই পদের দাবিদার ছিলেন। যেটা সম্মানের।’’

নানা দুর্নীতিতে নাম উঠে আসা প্রাক্তন সভাপতি শেপ ব্লাটারের কাহিনী ইতিমধ্যে সবার জানা। সেই কথা মনে রেখেই হয়তো নবাগত সভাপতি বলে গেলেন, ‘‘আমরা যদি ভাল কাজ করি তাহলে পুরো বিশ্ব আমাদের জন্য হাততালি দেবে। মনে রাখতে হবে ফুটবল একটা বিশ্ব।সবাই যে খেলাকে ভালবাসে। এবার সবাই মিলে ফুটবলের জন্য কাজ করা যাক।’’

Advertisement

আরও খবর

অভিষেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জোড়া গোল মার্কাসের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement