Cricket

কনুইয়ে অস্ত্রোপচার, সাড়ে দশ কোটি দিয়ে কেনা তারকাকে পুরো মরসুম পাচ্ছে না পঞ্জাব

বিগ ব্যাশ লিগে খেলার সময়ে কনুইয়ে চোট পেয়েছিলেন অজি তারকা। তার জন্য অস্ত্রোপচার করতে হবে তাঁকে। পুরোদস্তুর সুস্থ হয়ে ফিরতে ৬-৮ সপ্তাহ সময় লাগবে।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৮
Share:

আইপিএল শুরুর আগেই খারাপ খবর পঞ্জাব শিবিরে। — ফাইল চিত্র।

সাড়ে দশ কোটি টাকা দিয়ে নিলামে তাঁকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু আইপিএল-এর শুরু থেকে তাঁকে পাবে না কিংস ইলেভেন।

Advertisement

বৃহস্পতিবার কনুইয়ে অস্ত্রোপচার হবে গ্লেন ম্যাক্সওয়েলের। আর সেই কারণেই আইপিএল-এর প্রথম দিককার কয়েকটি ম্যাচে ‘ম্যাড ম্যাক্স’-কে ছাড়াই নামতে হবে কিংস ইলেভেনকে।

অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরতে ম্যাক্সওয়েলের ৬-৮ সপ্তাহ সময় লেগে যাবে। ততদিনে কিংস ইলেভেনও খেলে ফেলবে কয়েকটি ম্যাচ।

Advertisement

আরও পড়ুন: ফাইনালের পরের ঘটনায় খাওয়া ছেড়েছেন রবি বিষ্ণোইয়ের মা

বিগ ব্যাশ লিগে খেলার সময়ে কনুইয়ে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। তার জন্য অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। এর জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই সিরিজ। ম্যাক্সওয়েলের পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেওয়া হয়েছে ডিআর্কি শর্টকে।

আরও পড়ুন: ঘরের কাজ, জুতো পালিশ, সব করে দেব, শুধু ক্রিকেট খেলতে দিন, কোচকে বলেছিল ছোট্ট যশস্বী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন