এই অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ, সাবধান করে দিলেন ম্যাকগ্রা

পুণের প্রথম টেস্টে সম্ভবত ঘূর্ণি উইকেটই পেতে চলেছে অস্ট্রেলিয়া। সেই পিচে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডদের কী করা উচিত, তাঁর পরামর্শ দিলেন এক প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। তিনি— গ্লেন ম্যাকগ্রা।

Advertisement

রাজীব ঘোষ

পুণে শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩২
Share:

প্রাক্তন অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রা। 

পুণের প্রথম টেস্টে সম্ভবত ঘূর্ণি উইকেটই পেতে চলেছে অস্ট্রেলিয়া। সেই পিচে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডদের কী করা উচিত, তাঁর পরামর্শ দিলেন এক প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। তিনি— গ্লেন ম্যাকগ্রা।

Advertisement

চেন্নাইয়ে এক পেস ফাউন্ডেশনে তরুণ পেসারদের নিয়ে ম্যাকগ্রা কাজ করছেন বেশ কয়েক বছর। ভারতীয় পিচে পেসারদের কী ভাবে বল করা উচিত, সে সম্পর্কে ভাল মতোই ওয়াকিবহাল তিনি। বুধবার বিকেলে আনন্দবাজারের কিছু প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছিলেন তিনি। যেখানে তিনি বললেন, ‘‘উপমহাদেশের উইকেটে বাউন্স, সিম, ক্যারি কিছুই থাকবে না। তাই নতুন বলকে কাজে লাগাতে হবে। ভারতীয় ব্যাটসম্যানদের অফ স্টাম্পের বাইরে যত পারো খেলাও। সে রকম ফিল্ডিং সেট করো। স্লিপে বা উইকেটকিপারকে ক্যাচ দিতে বাধ্য করতে হবে।’’

বল পুরনো হলে কী করা উচিত, তাও বলেছেন ম্যাকগ্রা। ‘‘বল যখন একটু পুরনো, কিন্তু রিভার্স সুইং পাওয়া যাবে না, এই অবস্থায় বোলারদের কাজ হবে রান আটকানো। নিখুঁত লাইন ও লেংথে বল করে যাও। বল আরও একটু পুরনো হলে রিভার্স সুইংকেই প্রধান অস্ত্র করতে হবে।’’

Advertisement

আরও পড়ুন:

ওয়ার্নের সেই অস্ট্রেলিয়া কোথায়, লায়নকে ৩০ উইকেট নিতে হবে

দুবাইয়ে প্রস্তুতি শিবির করে ভারতে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতে আট টেস্টে ৩৩ উইকেট নেওয়া ম্যাকগ্রা বলছেন, ‘‘এটা খুব ভাল করেছে ওরা। প্রস্তুতিটা যদি ঠিকঠাক হয়ে থাকে, তা হলে কিন্তু ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’’ সিরিজের ফল নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, স্টিভ ওয়, হরভজন সিংহরা মন্তব্য করলেও ম্যাকগ্রা এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। বলেন, ‘‘এই বিতর্কে আমি ঢুকতে চাই না। শুধু এটুকু বলতে পারি, অস্ট্রেলিয়া ভারতের কাছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের চেয়ে কঠিন হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন