সোনালি দম্পতি

জুটি এক, সোনা দশ! এমনই সোনালি প্রেমকাহিনি ব্রিটেনের দুই সাইক্লিস্ট লরা ট্রট এবং জেসন কেনি-র। রিওয় দুটো সোনা জিতে চব্বিশ বছরের লরা এখন ব্রিটেনের সফলতম মহিলা অলিম্পিয়ান। এ দিন তাঁর চার নম্বর অলিম্পিক্স সোনা জেতেন লরা।

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৩:৫৬
Share:

ছবি: এএফপি।

জুটি এক, সোনা দশ! এমনই সোনালি প্রেমকাহিনি ব্রিটেনের দুই সাইক্লিস্ট লরা ট্রট এবং জেসন কেনি-র। রিওয় দুটো সোনা জিতে চব্বিশ বছরের লরা এখন ব্রিটেনের সফলতম মহিলা অলিম্পিয়ান। এ দিন তাঁর চার নম্বর অলিম্পিক্স সোনা জেতেন লরা। আর কেনি ছ’টা সোনা জিতে ছুঁলেন স্যর ক্রিস হয়-কে। সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন দুই সাইক্লিস্ট। লন্ডন অলিম্পিক্সের প্রাক্ লগ্ন থেকে তাঁদের সম্পর্ক শুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement