Goran Ivanisevic

জোকোভিচের কোচ গোরানও আক্রান্ত

আগেই জোকোভিচ-সহ চার খেলোয়াড় সংক্রমিত হয়েছিলেন করোনায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০৬:১৭
Share:

গোরান ইভানিসেভিচ।

বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের আয়োজন করা প্রীতি টেনিস প্রতিযোগিতা থেকে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছেই। এ বার মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন সংশ্লিষ্ট খেলোয়াড়ের কোচ গোরান ইভানিসেভিচ। যিনি ওই প্রীতি টেনিস প্রতিযোগিতার ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন।

Advertisement

আগেই জোকোভিচ-সহ চার খেলোয়াড় সংক্রমিত হয়েছিলেন করোনায়। যাঁরা এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ইভানিসেভিচের নামও। ২০০১ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়ার এই প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন, গত ১০ দিনে দু’বার পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু তখন তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। কিন্তু ফের পরীক্ষা করানোর পরে শুক্রবার জানা যায়, তিনি করোনা সংক্রমিত।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভানিসেভিচ জানিয়েছেন, ‍‘‍‘গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকেই জানাচ্ছি যে, আমি করোনা আক্রান্ত। সবাই তাঁর পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুরক্ষা বজায় রেখে চলুন।’’

Advertisement

ইভানিসেভিচ সঙ্গে এটাও জানিয়েছেন, তাঁর শরীরে কোনও রোগলক্ষ্মণ নেই এবং তিনি

নিভৃতবাসে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement