Olympics

বোল্ট, ফেল্পসরা যতই সোনা পান, এদের কাছে নস্যি

অলিম্পিক্সের নীতিবাক্য হল ‘সর্বোচ্চ, সর্বশক্তিমান, দ্রুতগামী।’ উসেইন বোল্ট, মাইকেল ফেল্পস কিংবা জেভিয়ার সোটোমেয়রের সঙ্গে এই শব্দগুলো যথাযথ। জল, স্থল কিংবা শূন্যে এঁদের থেকে সেরা নেই বললেই চলে। কিন্তু এমন যদি হত, অলিম্পিক্সের ট্র্যাকে চিতার সঙ্গে উসেইন বোল্ট দৌড়াচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৬ ১৭:১১
Share:

অলিম্পিক্সের নীতিবাক্য হল ‘সর্বোচ্চ, সর্বশক্তিমান, দ্রুতগামী।’ উসেইন বোল্ট, মাইকেল ফেল্পস কিংবা জেভিয়ার সোটোমেয়রের সঙ্গে এই শব্দগুলো যথাযথ। জল, স্থল কিংবা শূন্যে এঁদের থেকে সেরা নেই বললেই চলে। কিন্তু এমন যদি হত, অলিম্পিক্সের ট্র্যাকে চিতার সঙ্গে উসেইন বোল্ট দৌড়াচ্ছেন। ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাইকেল ফেল্পসের সঙ্গে হাঙর সাঁতার কাটছে। তখন কি তাঁরা সেরা হতেন। তখন কি সোনার পদক এত সহজেই পেয়ে যেতেন? চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সেরা অ্যাথলিটদের সঙ্গে পশু জগতের সেরাদের লড়াই। সেখানে কে এগিয়ে? কার গলায় ঝুলবে পদক?

Advertisement

আরও খবর- খেলতে খেলতে ধেয়ে আসা মৃত্যু, অলিম্পিকের আসরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement