Ajinkya Rahane looking for win

গ্রিনপার্কের উইকেট স্পিনারদের সাহায্য করবে: রাহানে

এই ভারতীয় ক্রিকেট দল তাদের স্পিন আক্রমণ নিয়ে গর্বিত। সারা বিশ্ব ভয় পাচ্ছে ভারতের স্পিন আক্রমণকে। এমন অবস্থায় ভারতের মাটিতেই টেস্ট সিরিজ। স্বাভাবিকভাবেই সব স্টেডিয়ামই ভারতের স্বার্থে স্পিনিং উইকেটই বানাবে। এই অবস্থায় প্রথম টেস্ট কানপুরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৭
Share:

কোচ আমরের সঙ্গে অনুশীলনে ব্যস্ত অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

এই ভারতীয় ক্রিকেট দল তাদের স্পিন আক্রমণ নিয়ে গর্বিত। সারা বিশ্ব ভয় পাচ্ছে ভারতের স্পিন আক্রমণকে। এমন অবস্থায় ভারতের মাটিতেই টেস্ট সিরিজ। স্বাভাবিকভাবেই সব স্টেডিয়ামই ভারতের স্বার্থে স্পিনিং উইকেটই বানাবে। এই অবস্থায় প্রথম টেস্ট কানপুরে। ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য অজিঙ্ক রাহানে মনে করছেন, কানপুরের উইকেট স্পিনারদের সাহায্য করবে। তিনি বলেন, ‘‘আমাদের জন্য এটা দারুণ উত্তেজনরা সময়। ঘরের মাঠে পর পর ১৩টি টেস্ট খেলব। ওয়েস্ট ইন্ডিজ সফর আমাদের জন্য খুব ভাল ছিল। অনেকেই নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে দলীপ ট্রফিতে নিজেদের প্রমাণ করেছে। আমার মনে হয় পুরো দলের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল জায়গায় আছে।’’

Advertisement

২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এর পর রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। তবে রাহানে মনে করেন, ‘‘সিরিজ ধরে ধরে ভাবা উচিত। পরিচিত পরিবেশ, পরিচিত আবহাওয়ায় খেলা। তবে আমরা সব প্রতিক্ষকেই সমীহ করছি।’’ হোম সিরিজ শুরুর আগে থেকেই পিচ নিয়ে অনেক কথা হচ্ছিল।

প্রস্তুতি ম্যাচে দিল্লিতে নিউজিল্যান্ডকে ঘূর্ণি উইকেট না দেওয়া হলেও ভারতের ৫০০তম টেস্টে গ্রিন পার্কের উইকেটে টার্ন থাকবে বলেই মনে করছেন রাহানে। যদিও রবিবার বৃষ্টির জন্য মাঠে অনুশীলন করতে পারেননি বিরাট কোহালিরা। রাহানে বলেন, ‘‘আবহাওয়া আমাদের হাতে নেই। কিন্তু এখানে সাধারণত মন্থর উইকেটই দেখেছি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিলাম। এই উইকেট প্রতিদিন তার চরিত্র পরিবর্তন করে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কী ভাবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেব। তবে দল হিসেবে আমরা পিচ নিয়ে বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা দেওয়া।’’

Advertisement

কিউইদের নিয়ে এতদিন ধরে অনেক ভাবনা-চিন্তাই করেছে দল। প্রতিপক্ষের পেসার ট্রেন্ট বোল্ট ও নীল ওয়াগনারকে হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ হোম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ম্যাচই তিন দিনের বেশি যায়নি। একমাত্র দিল্লি ম্যাচই পাঁচ দিনে শেষ হয়েছিল। যদিও ম্যাচের সময় নিয়ে ভাবতে নারাজ তিনি। বলেন, ‘‘আমার মতে শুরুটা দারুণভাবে করতে হবে। ক’দিনে ম্যাচ শেষ হচ্ছে সেটা বড় বিষয় নয়। জয় ছাড়া কিছুই ভাবছি না। একজন প্লেয়ার হিসেবে আমাদের পুরো ফোকাস থাকবে ম্যাচে।যদি জিতি তা হলে সেটা আমাদের জন্য বড় সেলিব্রেশন হবে। ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে।’’

আরও খবর

ভারতকে ছাড়া বিশ্ব ক্রিকেটের উন্নতি সম্ভব নয়

দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement