সচিনের পরামর্শ

মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ারের শহর বারামতিতে নতুন স্টেডিয়ামের উদ্বোধন ঘটল সচিন তেন্ডুলকরের হাতে। ডাঃ বাবাসাহেব অম্বে়ডকর স্টেডিয়ামের উদ্বোধন করে ক্রিকেট আইকন যা বলেন তার বেশির ভাগই তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৪:৫৯
Share:

মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ারের শহর বারামতিতে নতুন স্টেডিয়ামের উদ্বোধন ঘটল সচিন তেন্ডুলকরের হাতে। ডাঃ বাবাসাহেব অম্বে়ডকর স্টেডিয়ামের উদ্বোধন করে ক্রিকেট আইকন যা বলেন তার বেশির ভাগই তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে। সচিনের পরামর্শ, শুধু ক্রিকেটই নয়, কমবয়সি ছেলেমেয়েরা যে খেলাতেই বড় প্লেয়ার হয়ে ওঠার স্বপ্ন দেখুক, সবার আগে তার জন্য প্রচুর ঘাম ঝরাতে হবে। প্রচুর খাটতে হবে। খেলার মাঠ তৈরি করতে গ্রাউন্ডসম্যানকে যত জল ঢালতে হয়, তেমনই জলের মতো ঘাম ঝরাক তরুণ প্লেয়াররা, চাইছেন সচিন তেন্ডুলকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement