ব্রোঞ্জ নিয়ে ফিরছেন গুরনিহাল

আন্তর্জাতিক শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্কিটের যুব দলগত বিভাগে রুপো জিতল ভারতের পুরুষ দল। এ ছাড়াও স্কিটের ব্যক্তিগত বিভাগের ফাইনালে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছর বয়সি শুটার গুরনিহাল সিংহ গর্চা। তরুণ শুটারের এটাই সব চেয়ে বড় প্রাপ্তি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২০
Share:

চর্চায়: খেলোয়াড় জীবনের সেরা পারফরম্যান্স গুরনিহালের। টুইটার

আন্তর্জাতিক শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্কিটের যুব দলগত বিভাগে রুপো জিতল ভারতের পুরুষ দল। এ ছাড়াও স্কিটের ব্যক্তিগত বিভাগের ফাইনালে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছর বয়সি শুটার গুরনিহাল সিংহ গর্চা। তরুণ শুটারের এটাই সব চেয়ে বড় প্রাপ্তি।

Advertisement

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার চাঙ্গওয়ানে দলগত বিভাগের ম্যাচ থেকেই দিনের ছন্দ পেয়ে গিয়েছিলেন গুরনিহাল। দলগত বিভাগে ১১৯ পয়েন্ট পান তিনি।

তারপর ব্যক্তিগত বিভাগের ফাইনালে ৪৬ পয়েন্ট পেয়ে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরনিহাল। সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ইটালির এলিয়া স্ত্রুসিয়োলি। গুরনিহালের চেয়ে ন’পয়েন্ট এগিয়ে এলিয়া শেষ করেন ৫৫ পয়েন্টেয়।

Advertisement

দলগত বিভাগে গুরনিহালের সঙ্গে রুপো জিতেছেন অয়ন সিংহ নরুকা ও আয়ুষ রুদ্ররাজু। ৩৫৫ পয়েন্ট পায় এই ত্রয়ী। স্কিটের দলগত বিভাগে চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্র। তাঁদের প্রাপ্তি ৩৫৬ পয়েন্ট। ব্রোঞ্জ পেয়েছে ইটালির দলটি ৩৫৪ পয়েন্ট পেয়ে।

মঙ্গলবারের পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। অথচ ৫০ মিটার রাইফেলের দলগত বিভাগের ফাইনালেই পৌঁছতে পারলেন না আয়ুষী পোদ্দারেরা। এমনকি ব্যক্তিগত বিভাগের ফাইনালেও পৌঁছতে পারেননি রেশমি রাঠৌর, মহেশ্বরী চৌহন ও গণেমত সেখোঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন