কলকাতা লিগে খেলা হচ্ছে না ওয়েডসনের। ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে চুক্তি করলেও আই লিগের আগে আসতে পারছেন না তিনি। কারণ হাইতি স্ট্রাইকারের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি বাংলাদেশের ক্লাব ধানমন্ডির। এরই মধ্যে সোমবার আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলা মিনার্ভা অ্যাকাডেমির ডিফেন্ডার আর্শপ্রীত সিংহ ইস্টবেঙ্গলে ট্রায়াল দিলেন।