দাদা ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে হার্দিক পাণ্ড্য। ছবি: মুম্বই ইন্ডিয়ান্সের ফেসবুক সৌজন্যে।
বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মার রিসেপশন নিয়ে মত্ত সকলেই। এরই মধ্যে প্রায় অলক্ষে দাদা ক্রুনাল পাণ্ড্যর বিয়ের আনন্দ শুরু করে দিলেন হার্দিক পাণ্ড্য। আজ বুধবার, মুম্বইয়ের এক পাঁচ হোটেলে দীর্ঘ দিনের বান্ধবী পঙ্খুড়ি শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ক্রুণাল।
আর সেই বিয়ের পার্টিতে বেশ খোশ মেজাজেই ধরা দিলেন হার্দিক। শুধু বিয়ের আসরে বা পার্টিতেই নয়, দাদার সঙ্গে গায়ে হলুদ মাখার রীতিতে যোগ দেন হার্দিক।
গায়ে হলুদ মেখে ক্রুণালের সঙ্গে পোজ দিয়েও ছবি তোলেন বর্তমানে ভারতীয় দলের এক নম্বর অলরাউন্ডার।
এ ছাড়াও ওয়েডিং পার্টিতে কোমর দোলানো থেকে শুরু করে ক্রুণাল-পঙ্খুড়ির আংটি বদল সবেতেই ছিলেন হার্দিক।
আরও পড়ুন: বিরাটের রিসেপশনে কুম্বলে! টুইটারে বিস্ময় সমর্থকদের
আরও পড়ুন: ধোনির অবসর নিয়ে মুখ খুললেন রোহিত
হার্দিক পাণ্ড্যর একটি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই প্রতিটি ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে। ভিডিওগুলি প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায় সোশ্যল মিডিয়ায়।
Good morning everyone!❤😍 #pkdiwedding #peekaywedding #weddingday . Follow-@hardikpandya93_fanclub
হার্দিকের মতো ক্রুণাল জাতীয় দলের ক্রিকেটার না হলেও ভারতীয় ক্রিকেট সার্কিটে বেশ পরিচিত মুখ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন ক্রুণাল।