যুবরাজদের সঙ্গে হাসিও হাঁকলেন দু’কোটি

আইপিএল নাইনের জন্য নিজেদের ‘বেস প্রাইস’ ভারতীয় মুদ্রায় দু’ কোটি করে রাখলেন যুবরাজ সিংহ, কেভিন পিটারসেন, মিচেল মার্শ, আশিস নেহরারা। অর্থাৎ তাঁদের নিলামের দর শুরু হবে দু’কোটি টাকা দিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ০৩:৪১
Share:

আইপিএল নাইনের জন্য নিজেদের ‘বেস প্রাইস’ ভারতীয় মুদ্রায় দু’ কোটি করে রাখলেন যুবরাজ সিংহ, কেভিন পিটারসেন, মিচেল মার্শ, আশিস নেহরারা। অর্থাৎ তাঁদের নিলামের দর শুরু হবে দু’কোটি টাকা দিয়ে।

Advertisement

আগামী ৬ ফেব্রুয়ারি এ বারের আইপিএল নিলাম। আপাতত ৭১৪ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। যে তালিকা আগামিকাল আরও কাটছাঁট করা হবে।

ভারতীয়দের মধ্যে দু’কোটির ব্র্যাকেটে আরও আছেন দীনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সঞ্জু স্যামসন, ধবল কুলকার্নিরা। দেড় কোটির ব্র্যাকেটে আছেন ডেল স্টেইন, মোহিত শর্মারা। চল্লিশ বছর বয়স হয়ে গেলেও মাইকেল হাসিকে নিজেকে যুবরাজদের গ্রুপেই রেখেছেন। মাইক হাসির টিম আবার এ দিন বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়নও হল।

Advertisement

এ বারের নিলামে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি পুণে এবং রাজকোট ছাড়াও ভাল টিম গড়ার জন্য ঝাঁপাবে দিল্লি এবং সানরাইজার্স হায়দরাবাদ। যাদের হাতে সবচেয়ে বেশি টাকা আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement