New Zealand

হরমনপ্রীতের ব্যাটে গায়ানায় রেকর্ডের বন্যা

হরমনপ্রীত কৌর। গায়ানায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারকা ব্যাটসম্যান হরমনপ্রীতের দাপটে সহজ জয় পেয়েছে ভারত। তাঁর দাপটেই নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হল ভারতের। শুধু দাপট দেখানো হয়, বেশ কয়েকটি রেকর্ডও গড়েন তিনি। দেখে নেওয়া যাক কী কী রেকর্ড হল বিশ্বকাপের প্রথম দিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১০:২৪
Share:
০১ ০৯

হরমনপ্রীত কৌর। গায়ানায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারকা ব্যাটসম্যান হরমনপ্রীতের দাপটে সহজ জয় পেয়েছে ভারত। তাঁর দাপটেই নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হল ভারতের। শুধু দাপট দেখানো হয়, বেশ কয়েকটি রেকর্ডও গড়েন তিনি। দেখে নেওয়া যাক কী কী রেকর্ড হল বিশ্বকাপের প্রথম দিন।

০২ ০৯

এতদিন টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার করা চার উইকেটে ১৯১ ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড নিজেদের দখলে নিলেন হরমনপ্রীত-জেমাইমা রদ্রিগেসরা।

Advertisement
০৩ ০৯

এতদিন টি২০তে ভারতীয়দের মধ্যে সেরা স্কোর ছিল মিতালি রাজের। তাঁর ছিল অপরাজিত ৯৭। সেঞ্চুরির পর প্রথম স্থানে উঠে এলেন হরমনপ্রীত।

০৪ ০৯

এ দিন ১০৩ রান করেন হরমনপ্রীত। মেয়েদের টি২০ আন্তর্জাতিকে যা তৃতীয় সর্বোচ্চ স্কোর। তাঁর আগে রয়েছেন অস্ট্রেলিয়ার এমএম ল্যানিং (১২৬) এবং ওয়েস্ট ইন্ডিজের ডিজেএস ডোট্টিন (অপরাজিত ১১২)।

০৫ ০৯

হরমনপ্রীতের ইনিংসে সাজানো ছিল আটটি ছয় দিয়ে। একটি ইনিংসে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ডোট্টিনের। তিনি মেরেছিলেন ৯টি ছয়। হরমনপ্রীতের সম সংখ্যক ছয় মারার নজির রয়েছে নিউজিল্যান্ডের এস ডিভাইনের। তাই এ ক্ষেত্রেও তিনি তিন নম্বর।

০৬ ০৯

এ দিন ব্যাটিংয়ে ঝড় তোলেন হরমনপ্রীত। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০১.৯৬। বিশ্বকাপে এক ইনিংসে ৫০ বা তার বেশি রান করার নিরিখে এটা তৃতীয় সেরা। ২৪৮.৮৮ এবং ২১২ স্ট্রাইক রেট নিয়ে প্রথম দুই স্থানে রয়েছেন ডোট্টিন।

০৭ ০৯

শেষের ওভারগুলিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন হরমনপ্রীত। শেষ পাঁচ ওভারে ১৭টি বল খেলেছিলেন তিনি। করেছিলেন ৫২ রান। স্ট্রাইক রেট ৩০৫.৮৮।

০৮ ০৯

এ দিন অবশ্য শুরুটা বেশ ঢিমেতালেই করেছিলেন হরমনপ্রীত। প্রথম ১৩ বলে করেছিলেন মাত্র পাঁচ রান। ১৪ তম বলে প্রথম ছয়টি আসে তাঁর ব্যাট থেকে।

০৯ ০৯

এ দিন ভারত পাঁচ উইকেটে ১৯৪ রান তোলে। ২০ ওভারের ম্যাচে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সেরা স্কোর এ বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে করা চার উইকেটে ১৯৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement