FC Goa vs Chennaiyin FC

গোয়া-চেন্নাই ম্যাচে এই প্লেয়ারদের দিকে নজর রাখতেই হবে

আইএসএলে রবিবারের প্রথম ম্যাচে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাইয়ান এফসি এবং এফসি গোয়া। এক নজরে দেখে নিন এই ম্যাচ কোন কোন ফুটবলারের দিকে নজর রাখবেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৫:৪৩
Share:
০১ ০৬

আইএসএলে রবিবারের প্রথম ম্যাচে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাইয়ান এফসি এবং এফসি গোয়া। এক নজরে দেখে নিন এই ম্যাচ কোন কোন ফুটবলারের দিকে নজর রাখবেন।

০২ ০৬

মান্দার রাও দেশাই: দেশের অন্যতম সেরা মিডফিল্ডার মান্দার রাও দেশাই। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন মান্দার। এই ম্যাচেও গোয়ার বড় ভরসা তিনিই।

Advertisement
০৩ ০৬

প্রণয় হালদার: মিডফিল্ডে মান্দার রাও দেশাইয়ের যোগ্য সঙ্গী হিসেবেই প্রণয়কে দলে রেখেছে গোয়া। প্রণয়-মান্দার জুটি জমে গেলে প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্টের আশা রাখতেই পারেন গোয়ান সমর্থকরা।

০৪ ০৬

জেজে লালপেখলুয়া: বাওরিংডাও বোডো বা মহম্মদ রফি থাকলেও গোল পেতে চেন্নাইয়ান সমর্থকদের নজর থাকবে জেজের দিকেই।

০৫ ০৬

থই সিংহ: চেন্নাইয়ান মিডফিল্ডের অন্যতম ভরসা থই সিংহ। মিডফিল্ডে থইয়ের ওয়ার্ক লোড নেওয়ার ক্ষমতা অন্যান্য প্লেয়ারদের আক্রমণে উঠতে অধিকাংশ ক্ষেত্রেই সাহায্য করে।

০৬ ০৬

জুড ইকেচুকু ওরু: তরুণ এই নাইজিরীয় স্ট্রাইকারকে এই মরসুমেই সই করিয়েছে চেন্নাইয়ান এফসি। জুডের ট্র্যাক রেকর্ডই এই ম্যাচে এগিয়ে রাখছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement