সেনা কোচের শুনানি সোমবার

রেফারি উত্তম সরকার এবং আর্মি কোচ বিবি কক্করকে সোমবার ডেকে পাঠাল আইএফএ। সে দিন দু’পক্ষেরই বক্তব্য শোনা হবে। বারাসতে এরিয়ান ম্যাচের পর মেরে চতুর্থ রেফারি উত্তম সরকারের মুখ ফাটিয়ে দেন আর্মি একাদশ কোচ কক্কর। ঘটনার ভিডিও ফুটেজ দেখবেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০৩:৫৪
Share:

রেফারি উত্তম সরকার এবং আর্মি কোচ বিবি কক্করকে সোমবার ডেকে পাঠাল আইএফএ। সে দিন দু’পক্ষেরই বক্তব্য শোনা হবে। বারাসতে এরিয়ান ম্যাচের পর মেরে চতুর্থ রেফারি উত্তম সরকারের মুখ ফাটিয়ে দেন আর্মি একাদশ কোচ কক্কর। ঘটনার ভিডিও ফুটেজ দেখবেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

Advertisement

এ ছাড়াও ইস্টবেঙ্গল-ইউনাইটেড এবং ইস্টবেঙ্গল-টালিগঞ্জ অগ্রগামী ম্যাচের ভিডিও চেয়ে পাঠিয়েছেন উৎপলবাবু। ওই দু’টি ম্যাচে রেফারিং নিয়ে ইউনাইটেড এবং ইস্টবেঙ্গলের ক্ষোভ রয়েছে। ম্যাচের দিন ইউনাইটেড কর্তারা পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে সময় ইস্টবেঙ্গল ওই পেনাল্টি পায়, তখন ৩-১ এগিয়ে ছিল ইউনাইটেড। পরে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন ইউনাইটেড কর্তারা।

অন্য দিকে টালিগঞ্জ ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত আইএফএ-কে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। দুই ক্লাবের অভিযোগ যাচাই করতে দু’জন সিনিয়র রেফারিকে নিযুক্ত করা হচ্ছে। যাঁদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবেন উৎপলবাবু।

Advertisement

এ দিকে, বৃহস্পতিবার জর্জ টেলিগ্রাফকে ৫-১ হারাল ইউনাইটেড। এটাই লিগের তাদের প্রথম জয়। হ্যাটট্রিক করেন ভিপি সুহের। দু’টি গোল এরিক ব্রাউনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement