Athletics

সোনা জিতে কী বললেন হিমা, দেখুন ভিডিয়ো

ফিনল্যান্ডে জুনিয়র বিশ্ব অ্যাথেলেটিক্সে ৪০০ মিটারে সোনা জেতার পর হিমা দাসের সঙ্গী হল তেরঙা। আনন্দ আর উচ্ছ্বাস ধরা পড়ল চোখে-মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১৫:২৫
Share:

হিমা দাস। ছবি:এএফপি।

গায়ে জড়ানো তেরঙা। সাক্ষাত্কার দেওয়ার ফাঁকে শরীরে জড়িয়ে নিলেন তিনি। যেন গোটা দেশের শুভেচ্ছার স্পর্শ পেলেন। জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জেতার পর এভাবেই দেখা গেল হিমা দাসকে।

Advertisement

ফিনল্যান্ডে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ৪০০ মিটারে সোনা জিতে গড়েছেন নজির। সোনার মেয়েকে নিয়ে গর্বিত গোটা দেশ। তাঁকে নিয়ে শুরু হয়েছে স্বপ্ন দেখাও। বয়স মাত্র ১৮। ভারতীয় ক্রীড়ামহল সে জন্যই আরও বড় সাফল্যের আশা করছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক চলছে শুভেচ্ছা জানানোর পালা। সোনা জেতার পরই দেওয়া সাক্ষাত্কারে তাঁকেও সমান রোমাঞ্চিত দেখিয়েছে। গলায় জড়িয়েছেন অসমের ঐতিহ্যবাহী গামছা। জাতীয় পতাকা তো ছিলই।

এই সাফল্যের জন্য কোচদের, সতীর্থদের ও অ্যাথলেটিক্স সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন হিমা। জানিয়েছেন, সবার সাহায্য ছাড়াএই সাফল্য সম্ভবই হত না। বলেছেন, “আমি খুব খুশি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতলাম। ভেরি হ্যাপি।”

Advertisement

আরও পড়ুন: অভাবের সংসার পেরিয়ে স্বপ্নের দৌড় সোনার মেয়ের

আরও পড়ুন: জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে নজির হিমার​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement