Athletics

হার্ডল টপকে যাচ্ছেন, দেখুন হিমার এশিয়ান গেমসের প্রস্তুতি

এশিয়ান গেমসে পদক জেতাই এখন হিমার পাখির চোখ। তাঁর ট্রেনিং সেশনের ভিডিয়ো প্রকাশ করেছে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। যাতে দেখা যাচ্ছে, একটার পর একটা হার্ডলস টপকে যাচ্ছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৮:৪৪
Share:

এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখাচ্ছেন হিমা। ছবি: পিটিআই।

ফিনল্যান্ডে গত মাসেই বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন হিমা দাস। যা ভারতীয় অ্যাথলেটিক্সে গড়েছে ইতিহাস। এর আগে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও ভারতীয় মহিলা সোনা জিততে পারেননি। এ বার হিমার চোখ এশিয়ান গেমসে। চেক প্রজাতন্ত্রে তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Advertisement

ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাঙে ১৮ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারত সেখানে মোট ৫২৪ জনের দল নিয়ে যাচ্ছে। এর মধ্যে পুরুষ ক্রীড়াবিদ ২৭৭, মহিলা ক্রীড়াবিদ ২৪৭। ইনচিওনে ২০১৪ সালের এশিয়ান গেমসে ভারত জিতেছিল ৫৭ পদক। তার মধ্যে সোনা ছিল ১১, রুপো ছিল ৯, ব্রোঞ্জ ছিল ৩৭।

এ বার পদক সংখ্যা বাড়াতে হলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের সংখ্যায় বৃদ্ধি দরকার। আর সেই উদ্দেশেই চেক প্রজাতন্ত্রের প্রাগে প্রস্তুতি চালাচ্ছেন হিমা। নওগাঁর কৃষক পরিবারের মেয়ের অ্যাথলিট হয়ে ওঠা রূপকথার মতোই। শুরুতে ফুটবল খেলতেন। নিপন দাস তাঁর প্রতিভার ইঙ্গিত পেয়ে নিয়ে আসেন অ্যাথলেটিক্সে। ৪০০ মিটারে দৌড়নো শুরু ক্রমশ।

Advertisement

এশিয়ান গেমসে পদক জেতাই এখন হিমার পাখির চোখ। তাঁর ট্রেনিং সেশনের ভিডিয়ো প্রকাশ করেছে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। যাতে দেখা যাচ্ছে, একটার পর একটা হার্ডলস টপকে যাচ্ছেন তিনি। এশিয়ান গেমসেও এ ভাবে সব বাধা টপকে পদক জিতবেন তিনি, স্বপ্ন দেখছেন ক্রীড়ামহল।

আরও পড়ুন: উচ্চতা কোনও প্রতিবন্ধকতা নয়, দেখিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী​

আরও পড়ুন: বিরাটের পালটা মাইক ড্রপ ভঙ্গি, দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন