Sports News

হকি ইন্ডিয়ার অভিযোগ

আন্তর্জাতিক হকি ফেডারেশনের সিইও জেসন ম্যাকক্র্যাকেনকে বুধবার চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি মারিয়াম্মা কোশে। তিনি সেই চিঠিতে জানান, ১৯ জুন এর ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ২৩:১২
Share:

সর্দার সিংহ। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অভিযোগ জানাল হকি ইন্ডিয়া। গত মাসে হকি ওয়ার্ল্ড লিগে খেলতে ইংল্যান্ডে ছিল ভারতীয় হকি দল। সেই সময় ইয়র্কশায়ার পুলিশ তলব করে সর্দার সিংহকে। টুর্নামেন্টের মাঝখানে পুলিশের কাছে হাজিরা দিতে হওয়ায় খেলায় প্রভাব ফেলেছে ভারতীয় দলের মধ্যে। তেমনটাই মনে করছে হকি ইন্ডিয়া।

Advertisement

আরও খবর: জুনিয়র সচিনের ইয়র্কারে আউট বেয়ারস্টো

আন্তর্জাতিক হকি ফেডারেশনের সিইও জেসন ম্যাকক্র্যাকেনকে বুধবার চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি মারিয়াম্মা কোশে। তিনি সেই চিঠিতে জানান, ১৯ জুন এর ঘটনা। ১৭ জুন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ জুনিয়র এক মহিলা হকি প্লেয়ারের যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে সর্দারকে ডেকে পাঠানো হয়। দু’বছর আগে এই অভিযোগ জানিয়েছিলেন ভারতের পুলিশের কাছেও। ঠিক ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিনের ঘটনা। যদিও সেই ম্যাচ ভারত ৭-১ গোলে জিতে নিয়েছিল। কিন্তু এই ঘটনা ভারতীয় দলের উপর প্রভাব ফেলেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement