কোন পথে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, মোহনবাগান

কী ভাবে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল? মোহনবাগানের সম্ভাবনাই বা কতটা? খতিয়ে দেখল আনন্দবাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৩:২২
Share:

কী ভাবে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল? মোহনবাগানের সম্ভাবনাই বা কতটা? খতিয়ে দেখল আনন্দবাজার।

Advertisement

১) বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ যদি ইস্টবেঙ্গল হেরে যায় তা হলেও আশা থাকবে৷ কিন্তু তার পিছনে থাকবে অনেক হিসেব৷ পরের দুটো ম্যাচে স্পোর্টিং ক্লুব ও শিলং লাজংকে হারাতে হবে৷ তার পর তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুর দিকে৷ যদি শেষ দুটো ম্যাচে সালগাওকর ও মোহনবাগানের কাছে বেঙ্গালুরু হেরে যায় তা হলেই এক পয়েন্টের পার্থক্যে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল৷

২) আজ যদি ড্র হয় তা হলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবার ফিরে আসতে পারে মোহনবাগান৷ সঙ্গে পরের দুটো ম্যাচে তো ইস্টবেঙ্গলকে জিততেই হবে সঙ্গে বেঙ্গালুরুকে একটি ম্যাচে হারতেই হবে৷

Advertisement

৩) আজ যদি জিতে যায় ইস্টবেঙ্গল এবং পরের দুটো ম্যাচও জেতে তাহলে ৩৩ পয়েন্ট নিয়ে সরাসরি চ্যাম্পিয়ন হবে কলকাতার দল৷ তখন আর বেঙ্গালুরুর দিকে তাকিয়ে থাকতে হবে না৷

৪) আজ জিতে পরের দুটো ম্যাচ থেকে যদি ইস্টবেঙ্গলের পুরো পয়েন্ট না আসে তাহলেও তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুর দিকে৷

৫) পয়েন্ট টেবল বলছে এখনও এক পয়েন্ট এগিয়ে লিগ তালিকার শীর্ষেই রয়েছে মোহনবাগান৷ কিন্তু খেলে ফেলেছে ১৫টি ম্যাচ৷ অন্য দিকে, বেঙ্গালুরু ও ইস্টবেঙ্গল খেলেছে ১৩টি করে ম্যাচ৷ সেখানে বেঙ্গালুরুর পয়েন্ট ২৬ ও ইস্টবেঙ্গলের ২৪৷ আজ জিতলে বেঙ্গালুরু, মোহনবাগানকে টপকে শীর্ষে চলে যাবে লাল-হলুদ৷

৬) আজ হার বা ড্র হওয়ার পর যদি শেষে গিয়ে দুই দলের পয়েন্ট সমান সমান হয়ে যায় তা হলে প্রথম লেগে বেঙ্গালুরুর কাছে হারের জন্য হেড টু হেডে চ্যাম্পিয়ন হয়ে যাবে বেঙ্গালুরুই৷

৭) গোল পার্থক্যেও মোহনবাগান ও বেঙ্গালুরুর থেকে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল৷

আরও পড়ুন:
ফিরছেন দীপক, মেন্ডি-লোবোর চোট নিয়ে ধোঁয়াশা লাল-হলুদ শিবিরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement