Sports News

লন্ডনে কী ভাবে সময় কাটালেন সচিন, দেখুন ভিডিও

সচিনের কাছে গান একটা রিল্যাক্সেশন। ‘সচিন এ বিলিয়ন ড্রিমস’এই দেখা গিয়েছে গানের সঙ্গে কী ভাবে সময় কাটান তিনি। একা একা গান শুনে মনকে শান্ত করেন। সামনে যখন প্রিয় গায়কের অনুষ্ঠান, তা ছাড়েন কী করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ২২:৩৩
Share:

ফিল কলিনসের অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর। ছবি: ফেসবুক।

এই মুহূর্তে ছুটির মেজাজে রয়েছেন সচিন তেন্ডুলকর। সময় কাটছে লন্ডনে। কখনও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ তো কখনও এক্সপার্ট। কখনও ঘুরছেন পরিবারকে সঙ্গে নিয়ে। মঙ্গলবারও দারুণ সময় কাটালেন ফিল কোলিনের অনুষ্ঠান দেখে। এর পর সেই ভিডিও ফেসবুকে পোস্ট করলেন তিনি। যেখানে অনুষ্ঠান চলতে চলতেই ভিডিও করেন তিনি। যে ভিডিওতে ধরা পরে ফিল কলিনসের গানও। সেখানে সচিন বলছেন, ‘‘যুগ পরে পারফর্ম করছেন ফিল কলিনস! তাঁর ছেলেকে দেখে আমি অবাক। লন্ডনের অ্যালবার্ট হলে দারুণ কাটল সন্ধেটা।’’

Advertisement

আরও খবর: ইনস্টাগ্রামে নেহরার উদ্দেশে কী লিখলেন যুবি

সচিনের কাছে গান একটা রিল্যাক্সেশন। ‘সচিন এ বিলিয়ন ড্রিমস’এই দেখা গিয়েছে গানের সঙ্গে কী ভাবে সময় কাটান তিনি। একা একা গান শুনে নিজেরে রিল্যাক্স করেন। সামনে যখন প্রিয় গায়কের অনুষ্ঠান, তা ছাড়েন কী করে। তাই স্বপরিবারে চলে গিয়েছিলেন অ্যালবার্ট হলে। তার আগে জেনে গিয়েছেন দারুণভাবে সফল তাঁর সিনেমা। যে কারণে দারুণ মুডে রয়েছেন তিনি। তাই হয়তো খেলার বাইরেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। ফিল কলিনসের ১৬ বছরের ছেলে নিকোলাস কোলিনসকে দেখেও মুগ্ধ সচিন। ১৩ বছর পর লন্ডনে অনুষ্ঠান করলেন ফিল কলিনস। সচিন ভাগ্যবাণ সেই সময়ই পৌঁছে গিয়েছিলেন সেখানে। তাই সময় বের করতেই হত। বৃহস্পতিবার আবার ভারতের সামনে কঠিন ম্যাচ। সচিন মন তখন থাকবে ক্রিকেট মাঠেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন