ডিকার জোড়া গোলে ডার্বি জয় মোহনবাগানের

দুরন্ত জয় মোহনবাগানের। এক তরফা ম্যাচে ইস্টবেঙ্গলকে দাঁড়াতে না দিয়েই বাজিমাত করল সবুজ-মেরুন ব্রিগেড। ডিকার জোড়া গোলে আই লিগের ফিরতি ডার্বিও জিতে নিল মোহনবাগান।

Advertisement

কৌশিক চক্রবর্তী

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০০:১২
Share:

ডার্বির নায়ক ডিপান্ডা ডিকা। -নিজস্ব চিত্র।

দুরন্ত জয় মোহনবাগানের। এক তরফা ম্যাচে ইস্টবেঙ্গলকে দাঁড়াতে না দিয়েই বাজিমাত করল সবুজ-মেরুন ব্রিগেড। ডিকার জোড়া গোলে আই লিগের ফিরতি ডার্বিও জিতে নিল মোহনবাগান।

Advertisement

মোহনবাগানের হয়ে খেললেন: কিংগসলে, কিংশুক দেবনাথ-অধিনায়ক (রানা ঘরামি), রিকি লালাওমাওমা, ডিপান্ডা ডিকা, আক্রম মোগরাভি, অরিজিৎ বাগুই, ক্যামরুন ওয়াটসন, শিল্টন পাল, নিখিল কদম, রেনিয়ার ফার্নান্ডেজ, শেখ ফৈয়জ

ইস্টবেঙ্গলের হয়ে খেললেন: অর্ণব মণ্ডল-অধিনায়ক (কেভিন লোবো), লালরাম চুলোভা, মহম্মদ আল আমনা (বাজি আর্মন্দ), মহম্মদ রফিক, উইলিস প্লাজা, কাটসুমি ইউসা, লুই ব্যারেটো (গোলরক্ষক), এডুয়ার্ডো ফেরেরা, সালাম রঞ্জন সিংহ, প্রকাশ সরকার, ডুডু ওমাগবেমি

Advertisement

দেখে নিন ম্যাচের ৯০ মিনিটের গতিপ্রকৃতি—

• শেষ হল মহারণ। ২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান।

• ৯০ মিনিট: দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।

• ৮৭ মিনিট: সুবিধাজনক জায়গা থেকেও সুযোগ কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল।

• ৮১ মিনিট: পরিবর্তন নিল মোহনবাগান। কিংশুক দেবনাথের পরিবর্তে মাঠে নামলেন রানা ঘরামি।

• ৭৫ মিনিট: ম্যাচের অন্তিমলগ্নেও মোহনবাগানের আধিপত্য একই রকম। একের পর এক আক্রমণ তোলার চেষ্টা চালাচ্ছেন আক্রম-নিখিলরা।

• ৬০মিনিট: গোল পরিশোধ করার চেষ্টায় ইস্টবেঙ্গল।

• ৫০ মিনিট: অর্ণব মণ্ডলের পরিবর্তে মাঠে নামলেন কেভিন লোবো।

• শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

• ৪৫ মিনিট: প্রথমার্ধে ৪ মিনিট অতিরিক্ত সময়।

• ৩৯ মিনিট: একের পর এক আক্রমণ তুলে আনছে মোহনবাগান।

• ৩৫ মিনিট: অসাধারন গোল করলেন ডিপান্ডা ডিকা। ম্যাচে দু'গোলের লিড নিল মোহনবাগান।

• ২৭ মিনিট: কাটসুমির কর্নার থেকে প্লাজার গোল বাতিল করে দিলেন রেফারি।

• ১৬ মিনিট: একের পর এক আক্রমণ তৈরি করছে মোহনবাগান।

• ৫ মিনিট: আমনার পরিবর্তে নেমে দারুন ফুটবল খেলছে বাজি।

• ৪ মিনিট: চোট পেয়ে মাঠের বাইরে ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম ভরসা আল আমনা। আমনার পরিবর্তে মাঠে নামলেন বাজি আর্মন্দ।

• ১ মিনিট: গোল করে মোহনবাগানকে এগিয়ে দিলেন ডিপান্ডা ডিকা।

• শুরু হল খেলা।

• মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন