Sports News

দুই গোলকিপারের চওড়া গ্লাভসে গোলশূন্য ডার্বি

শিলিগুড়িতে কলকাতা ডার্বি ঘিরে টানচান উত্তেজনা গত কয়েক দিন ধরেই। দুই দল পৌঁছে যেতে সেই উৎসাহ উৎসবের আকাড় নিয়েছে ইতিমধ্যেই। আর আজ সেই দিনে মন ছুলো না ফুটবল। খেলা শেষ হল গোলশূন্যভাবেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২২
Share:

শিলিগুড়িতে চলছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। ছবি: অনির্বান রায়।

ইস্টবেঙ্গল ০

Advertisement

মোহনবাগান ০

Advertisement

• গোলশূন্য ড্র আই লিগের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির।

• শেষ মুহূর্তে কর্নার পেল মোহনবাগান। কাজে লাগল না।

• থ্রো-ইন মোহনবাগানের পক্ষে।

• তিন মিনিট অতিরিক্ত সময়।

• গোলকিক ইস্টবেঙ্গলের।

• ৮৯ মিনিট, প্রীতম কোটালের ফ্রিকিকে বলবন্তের হেড অল্পের জন্য বাইরে গেল।

• ফ্রি কিক মোহনবাগানের।

• ম্যাচের সেরা ইস্টবেঙ্গল গোলকিপার রেহনেশ টিপি।

• ৮৬ মিনিট, সনি নর্ডির জায়গায় এলেন প্রবীর দাস।

• ৮২ মিনিট, ইস্টবেঙ্গলের সুযোগ আটকালেন দেবজিৎ।

• ৮০ মিনিট, ইস্টবেঙ্গলের কর্নার।

• ৭৫ মিনিট, জেজের জায়গায় এলেন বলবন্ত সিংহ।

• কর্নার মোহনবাগানের।

• ৭৩ মিনিট, ড্যারেল ডাফির শট বাইরে পাঠালেন গুরবিন্দর।

• কর্নার পেল বাগান।

• ৭০ মিনিট, সহজ সুযোগ নষ্ট কাটসুমির।

• ৬৯ মিনিট, নারায়নের মাপা ক্রস হেড করতে ব্যর্থ।

• হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখলেন মেহতাব।

• ৬৫ মিনিট, রবিন সিংহর জায়গায় মাঠে এলেন হাওকিপ।

• ৬৫ মিনিট, ডিকার কর্নরে রবিনের হেড বাইরে।

• ৬২ মিনিট, সনি নর্ডর দুর্বল শট রেহনেশের হাতে।

• একটি লং বল ব্যাচ হেড করে প্লাজাকে দিয়েছিলেন রবিন। সামনে শুধু ছিলেন দেবজিৎ কিন্তু গোলে না রেখে তাঁর হাতেই জমা করলেন সেই বল।

• ৫৬ মিনিট, সহজ সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের।

• ৫৫ মিনিট, সনি বল নিয়ে ঢুকে পড়েছিলেন ইস্টবেঙ্গল বক্সে।

• ৫২ মিনিট, কর্ণার পেল ইস্টবেঙ্গল।

• ৪৮ মিনিট, বল ধরতে গিয়ে চোট পেলেন মোহনবাগান গোলকিপার দেবজিৎ।

• ৪৭ মিনিট, বল নিয়ে মোহনবাগান গোলে ঢুকে পড়েছিলেন রবিন সিংহ। শটও নিয়েছিলেন।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষ।

• দু’মিনিট অতিরিক্ত সময়।

• ৪৪ মিনিট, ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলে অধিনায়ক ডিকা।

• ডিকার ধাক্কা ডাফিকে। মাঠে উত্তেজনা প্লেয়ারদের মধ্যে।

• ৪৩ মিনিট, সুযোগ মোহনবাগানের।জেজে থেকে সৌভিক। কিন্তু সৌভিকের শট বাঁচিয়ে দেন রেহনেশ।

• ৩৯ মিনিট, রাহুলের থ্রো থেকে প্লাজার শট ক্লিয়ার।

• ৩৭ মিনিট, আহত কাটসুমি। মাটিতে শুয়ে তিনি।

• ৩৫ মিনিটের খেলা শেষ।

• ৩৩ মিনিট, সনির কর্নার গোলের মুখ থেকে এক হাতে বাঁচালেন রেহনেশ।

• ৩২ মিনিট, বক্সের বাইরে ফ্রিকিক পেল মোহনবাগান। কর্নারের বদলে বাইরে গেল।

• ২৭ মিনিট, আহত শুভাশিস বোস। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল বাইরে।

• ২৫ মিনিট, ওয়েডসনের লং শট চলে বেল বারের ওপর দিয়ে।

• ২২ মিনিট, প্লাজার শট সরাসরি দেবজিতের হাতে।

• ২০ মিনিট, বুকানেয়ার রক্ষণে আটকালেন কাটসুমি।

• ১৯ মিনিট, মেহতাব, রাহুল ভেকেকে কাটিয়ে বক্সের বাঁ প্রান্ত দিয়ে পৌঁছে গিয়েছিলেন সনি। কিন্তু শেষ মুহূর্তে গুরবিন্দরের ট্যাকেল।

• ১৭ মিনিট, মাঠে হালকা উত্তেজনা। রেফারির নিয়ন্ত্রণে।

• এ বার আক্রমণে বেশি উঠছে মোহনবাগান।

• কর্নার থেকে বল বাড়িয়েছিলেন সনি।

• ১৩ মিনিট, প্রীতম কোটালের গোলমুখি শট বাঁচালেন রেহনেশ।

• ১০ মিনিট, বক্সের মধ্যে থেকে বল ক্লিয়ার করলেন জেজে।

• সনির দুর্বল কর্নার।

• ড্যারেল ডাফির শট কর্নারের বিনিময়ে বাঁচাল ইস্টবেঙ্গল রক্ষণ।

• ৯ মিনিট, মোহনবাগানের প্রথম আক্রমণ।

• জাতীয় কোচ স্টিভেন কনস্টানটাইন রয়েছেন মাঠে।

• এখনও আক্রমণে বেশি উঠছে ইস্টবেঙ্গলই।

• ৬ মিনিট, এ বার রবিন সিংহ। যদিও অনেক আগেই অফ সাইডের পতাকা তুলে দিয়েছিলেন লাইন্সম্যান।

• ৩ মিনিট, মোহনবাগান বক্সে জটলা। বল নিয়ে ঢুকে পড়েছিলেন ডিকা।

• ২ মিনিট, হালকা চালে শুরু খেলা।

• খেলা শুরু।

• টস করতে এলেন ডিকা-কাটসুমি।

• মাঠে নেমে পড়ল দুই দল। দুই দলের সঙ্গে পরিচিত হলেন মন্ত্রী গৌতম দেব।

• মাঠে রয়েছেন ভাইচুং ভুটিয়া ও রেনেডি সিংহ।

• ৫৪তম ডার্বি খেলতে নামছেন ইস্টবেঙ্গলের মেহতাব সোহেন।

• ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ফুটবলাররা। এ বার অপেক্ষা আসল লড়াইয়ের।

• ইতিমধ্যেই স্টেডিয়ামের দখল নিয়েছেন সমর্থকরা। চলছে স্লোগানের লড়াই।

• সকাল থেকেই স্টেডিয়ামমুখি পুরো শিলিগুড়ি। দুপুর গড়াতেই টিকিটের চাহিদা তুঙ্গে। শেষ বেলায় টিকিটে মোহনবাগানের নামের স্টিকার লাগানোরও হিরিক দেখা গেল।

• মাঠে নেমে পড়েছেন ফুটবলাররা ওয়ার্ম আপ করতে।

শিলিগুড়িতে কলকাতা ডার্বি ঘিরে টানচান উত্তেজনা গত কয়েক দিন ধরেই। দুই দল পৌঁছে যেতে সেই উৎসাহ উৎসবের আকাড় নিয়েছে ইতিমধ্যেই। আর আজ সেই দিন। যখন শিলিগুড়ির কা়ঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের প্রথম ডার্বি খেলতে নেমে পড়েছে দুই দল। ধারে ভারে সমান। একজন এক তো একজন দুই। এই অবস্থায় লড়াইও যে হবে সমানে সমানে তা মেনে নিয়েছেন দুই দলের কোচসহ প্লেয়াররাও। তবে ডার্বির উত্তাপের আঁচ কলকাতায়ও ছড়িয়ে পড়েছে। যাঁরা যেতে পারেননি তাঁরা বসবেন টিভির সামনে। যে ভাবেই হোক নিজের দলকে সমর্থন করা।

আরও খবর: ডার্বির আগের সকালে থমথমে মোহনবাগান, ফুরফুরে ইস্টবেঙ্গল

মোহনবাগান: দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, এডুয়ার্ডো ফেরেরা, আনাস এদাথোডিকা, শুভাশিস বোস, কাটসুমি ইউসা, সৌভিক চক্রবর্তী, প্রণয় হালদার, সনি নর্ডি (প্রবীর দাস), জেজে লালপেখলুয়া (বলবন্ত সিংহ), ড্যারেল ডাফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন