আসন্ন আই লিগের ১৪৪ ম্যাচের মধ্যে সম্প্রচার হবে মাত্র ৪৫টা! এ দিন ফেডারেশনের বিপণন কমিটির সভায় টেন স্পোর্টসকেই আই লিগ সম্প্রচারের দায়িত্ব দেওয়া হল।
Advertisement
নিজস্ব প্রতিনিধি
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ০৩:৩২
Share:
আসন্ন আই লিগের ১৪৪ ম্যাচের মধ্যে সম্প্রচার হবে মাত্র ৪৫টা! এ দিন ফেডারেশনের বিপণন কমিটির সভায় টেন স্পোর্টসকেই আই লিগ সম্প্রচারের দায়িত্ব দেওয়া হল। ফেড কাপেরও শুধু নকআউট পর্বের পাঁচ ম্যাচ টিভিতে দেখা যাবে।