Aizawl FC

আইজলের আই লিগ জয় নিয়ে বলিউডে ছবি

গোয়ার দু'টি দল নাম প্রত্যাহার করায় শেষ পর্যন্ত আই লিগ খেলার শিকে ছিঁড়েছিল মিজোরামের অখ্যাত দলটির। খালিদ জামিলের প্রশিক্ষণে পাহাড়ি ছেলেদের দলটি দেশের তাবড় দলগুলিকে হারিয়ে জিতে নেয় আই লিগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১৮:৩২
Share:

আই লিগ জয়ী আইজল এফসি দল। ছবি: সংগৃহীত।

আইজল এফসির স্বপ্নের উড়ানের সেলুলয়েড রূপান্তরের কাজ শুরু হতে চলেছে নভেম্বর থেকেই। গোয়ার দু'টি দল নাম প্রত্যাহার করায় শেষ পর্যন্ত আই লিগ খেলার শিকে ছিঁড়েছিল মিজোরামের অখ্যাত দলটির। খালিদ জামিলের প্রশিক্ষণে পাহাড়ি ছেলেদের দলটি দেশের তাবড় দলগুলিকে হারিয়ে জিতে নেয় আই লিগ। সেই দলের ১১ জন খেলোয়াড় এবং কোচ সকলেই এখন আইজল এফসি ছেড়ে অন্যত্র সুযোগ পেয়েছেন। খালিদ কোচিং করাচ্ছেন ইস্টবেঙ্গলে। কিন্তু কম বাজেটের, অনামী মুখের দল নিয়ে আই লিগ জয়ের সেই অসাধ্য সাধনের কাহিনী নিয়ে বলিউডে সিনেমা বানাচ্ছেন তরুণ রাঠি।

Advertisement

আরও পড়ুন: ‘এসে দেখুন, পাকিস্তান অনেক বদলে গিয়েছে’

আরও পড়ুন: কুম্বলের ৪৭তম জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কিছু অনন্য নজির

Advertisement

চিত্রনাট্য তৈরি করছেন নীরজ পাঠক। দলের সাধারণ সম্পাদক ভানলালঘাকা ছাওংছেক জানান, ১৯৮৪ সালে দল তৈরির সময় থেকে আই লিগ জয়ের সমগ্র ঘটনাক্রম ফ্রেমে বাঁধা হবে। গত সপ্তাহে মুম্বইতে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবিতে বলিউডি তারকাদের সঙ্গে স্থানীয় অভিনেতারাও পাল্লা দিয়ে অভিনয় করবেন। কিন্তু আগের প্রথম একাদশ ও তারকা কোচ এখন নেই। দলের ভবিষ্যৎ কী? ছাওংছেক জানান, তাঁরা ছ'জন বিদেশিকে সই করিয়েছেন। দলের প্রধান প্রশিক্ষক পর্তুগালের। সহকারী কোচ স্প্যানিশ। তাই এর পরেও ভাল ফলের ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী আইজল এফসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন