‘বাবার পরামর্শগুলো সবচেয়ে মিস করব’

বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর ফোনে বৈশালী ডালমিয়া ...আমি ক্রিকেটে-প্রশাসনের পরিবার থেকে এলেও রাজনৈতিক পরিবেশটা নতুন নয়। ছোটবেলা থেকে বাড়িতে সেই পরিবেশটা পেয়েছি। আসলে ভারতীয় বোর্ড সরাসরি রাজনৈতিক মঞ্চ না হলেও সেখানে অনেক দুঁদে রাজনীতিকের সঙ্গে বাবাকে প্রশাসনে লড়তে হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:১০
Share:

...আমি ক্রিকেটে-প্রশাসনের পরিবার থেকে এলেও রাজনৈতিক পরিবেশটা নতুন নয়। ছোটবেলা থেকে বাড়িতে সেই পরিবেশটা পেয়েছি। আসলে ভারতীয় বোর্ড সরাসরি রাজনৈতিক মঞ্চ না হলেও সেখানে অনেক দুঁদে রাজনীতিকের সঙ্গে বাবাকে প্রশাসনে লড়তে হয়েছে। দেখেছি উনি কী ভাবে তৈরি হতেন। আজ সত্যি বলতে বাবাকে খুব মিস করছি। বাবা থাকলে আজ অসম্ভব খুশি হতেন। আমরা ছোট থেকেই কিছু করতে চাইলে খুব উৎসাহ দিতেন। তা ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি খুব শ্রদ্ধাও করতেন।

Advertisement

... বাবার কোন জিনিসটা মিস করব সবচেয়ে? মনে হচ্ছে, পরামর্শগুলো। উনি থাকলে যা নিয়ে আমাকে ভাবতে হত না। তবে ছোট থেকে সামাজিক কাজকর্মে আমিও জড়িয়ে ছিলাম। চোদ্দো বছর বয়স থেকে। তার পর আমাদের কোম্পানির প্রশাসনে একুশ বছর ধরে আছি। একেবারে খারাপ বোধহয় তাই করব না। জানি যে, তুলনা হবে। জগমোহন ডালমিয়ার মেয়ে বলে আমি কী করছি না করছি, তার উপর সবার নজর থাকবে। বাবার অভিজ্ঞতা বিশাল ছিল। কিন্তু সেটাও একদিনে হয়নি। বাবাকেও শিখতে হয়েছে। আমার ভুলত্রুটি হবে। কিন্তু আমিও একদিন শিখে যাব...।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন