ইব্রার রেকর্ড

ফরাসি লিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক দে মার্সেইকে ২-১ হারানোর দিন ইতিহাস গড়লেন জ্লাটান ইব্রাহিমোভিচ। প্যারিস সাঁ জাঁর হয়ে সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক হলেন সুইডিশ তারকা। পেনাল্টি থেকে টিমের দুটো গোলই করেন তিনি। ২০১২-এ এসি মিলান থেকে প্যারিসে আসার পরে এটা তাঁর ১১০ নম্বর গোল। এর আগে যে রেকর্ড ছিল পর্তুগালের পেদ্রো মিগেল পাওলেতার (১০৯)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৪৩
Share:

ফরাসি লিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক দে মার্সেইকে ২-১ হারানোর দিন ইতিহাস গড়লেন জ্লাটান ইব্রাহিমোভিচ। প্যারিস সাঁ জাঁর হয়ে সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক হলেন সুইডিশ তারকা। পেনাল্টি থেকে টিমের দুটো গোলই করেন তিনি। ২০১২-এ এসি মিলান থেকে প্যারিসে আসার পরে এটা তাঁর ১১০ নম্বর গোল। এর আগে যে রেকর্ড ছিল পর্তুগালের পেদ্রো মিগেল পাওলেতার (১০৯)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement