আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি

দু’পক্ষের সম্পর্কটা আগে থেকেই খারাপ ছিল। বুধবার তা প্রায় তলানিতে গিয়ে ঠেকল। ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম আইসিসি চেয়ারম্যান— শশাঙ্ক মনোহর।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০৩:৫১
Share:

দু’পক্ষের সম্পর্কটা আগে থেকেই খারাপ ছিল। বুধবার তা প্রায় তলানিতে গিয়ে ঠেকল।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম আইসিসি চেয়ারম্যান— শশাঙ্ক মনোহর।

মেয়েদের আইসিসি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য আইসিসি এ দিন জানিয়ে দেয় ভারতের ছ’পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। ম্যাচগুলো হওয়ার কথা ছিল এ বছর ১ অগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে। ভারত সেই সব ম্যাচ খেলতে যায়নি। যা নিয়েই আইসিসি-র শাস্তির নির্দেশ এবং বিসিসিআইয়ের কড়া প্রতিবাদ। ক্ষুব্ধ বিসিসিআই এও হুমকি দিয়ে রাখল, এর জেরে ভারতের ছেলেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে যেতে পারে।

Advertisement

দু’দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকায় পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলতে গেলে এখন কেন্দ্রের অনুমতি চাই। সেটা আইসিসি চেয়ারম্যান জানার পরেও কেন ভারতের ছ’পয়েন্ট কাটা হল, তা নিয়ে প্রবল ক্ষুব্ধ বোর্ড। ‘‘ভারতীয় জওয়ানরা শহিদ হচ্ছে। পাকিস্তান ম্যাচ নিয়ে এখন মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই। চেয়ারম্যান খুব ভাল করে জানেন পাকিস্তানের সঙ্গে খেলতে গেলে আমাদের সরকারের অনুমতি নিতে হবে। তা ছাড়া এখন মেয়েরা যদি খেলে, তা হলে পরে পাকিস্তান এটা বলতে পারে যে মেয়েরা খেললে পুরুষ দল খেলবে না কেন? কিন্তু সেটা আমরা হতে দেব না। যদি আইসিসি পিছু না হটে, মেয়েদের টিমের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে পুরুষ দলও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না,’’ সংবাদসংস্থাকে বলেছেন এক বোর্ড কর্তা।

ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। শিবালিক পাহাড়ের সামনে কুম্বলে-অশ্বিন। সঙ্গী ফিল্ডিং কোচ শ্রীধর। ছবি টুইটার

শশাঙ্ক মনোহর বোর্ড প্রেসিডেন্টের কুর্সি ছেড়ে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। আইসিসির লভ্যাংশ ভাগ করা থেকে শুরু করে আইসিসি-র গুরুত্বপূর্ণ কমিটিতে ভারতকে না রাখা নিয়ে মনোহরের সঙ্গে বর্তমান বোর্ডকর্তাদের ঠোকাঠুকি চলছেই।

এক বোর্ড কর্তা তো এমনও বলে দিলেন, ‘‘এখন তো মনে হচ্ছে মনোহরের বিসিসিআই-বিরোধী মনোভাব বদলে গিয়ে হয়েছে ভারত-বিরোধী মনোভাব। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উনি তো জানেন পাকিস্তানের সঙ্গে গত বছর ছেলেদের সিরিজটা কেন হয়নি। তার পরও মেয়েদের এ ভাবে পয়েন্ট কেটে নেওয়ার মানে কী? তার মানে কি উনি দেশের মানুষের আবেগকে একটুও পাত্তা দেন না?’’

এখন যা পরিস্থিতি তাতে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, মেয়েদের এশিয়া কাপেও আসন্ন ভারত-পাক ম্যাচ অনিশ্চিত। ২৯ নভেম্বর ব্যাংককে ঝুলন গোস্বামীদের খেলতে হত পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু বোর্ড সেই টুর্নামেন্টে নামার অনুমতি দেবে কি না এখন সেটা নিয়েই প্রবল আশঙ্কা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন