আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কার্লোসের

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের তৃতীয় ওভারে তিন বলের মধ্যে দু’টি সিদ্ধান্ত গেলের বিরুদ্ধে দেন আম্পায়ার ক্রিস গাফনি। এমনকি পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্কের প্রায় এক ফুট বড় নো বল নজর এড়িয়ে যায় গাফনির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ০৪:২৬
Share:

বিতর্ক: গেলের তিনবার রিভিউ নেওয়া নিেয় উঠছে প্রশ্ন। ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ও অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। উপস্থিত দুই আম্পায়ারের চারটি সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেওয়া হয়। যার রিভিউ নেওয়া মাত্রই সিদ্ধান্ত পাল্টাতে হয় আম্পায়ারকে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের তৃতীয় ওভারে তিন বলের মধ্যে দু’টি সিদ্ধান্ত গেলের বিরুদ্ধে দেন আম্পায়ার ক্রিস গাফনি। এমনকি পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্কের প্রায় এক ফুট বড় নো বল নজর এড়িয়ে যায় গাফনির। তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান গেল। সেই বলটি নো দেওয়া হলে পরের বল ‘ফ্রি-হিট’ হত। সে ক্ষেত্রে গেলও আউট হতেন না।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘‘মানছি আম্পায়াররা ভুল করেন। কিন্তু আমাদের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত কী করে ভুল করলেন সেটা বুঝতে পারছি না। যাই হোক, এটা ক্রিকেটেরই অংশ।’’

Advertisement

অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে নারাজ। ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রাথওয়েট বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিষয়টি খুবই হতাশজনক। শুধু উইকেটের ক্ষেত্রে নয়, আমাদের কয়েকটি বাউন্সারও ওয়াইড দেওয়া হয়েছে। বল মাথার পাশ দিয়ে গেলেই ওয়াইড হচ্ছে। জানি না, এই মন্তব্য করার জন্য আমাকে হয়তো শাস্তি দেওয়া হবে।’’

কিন্তু তিনটি সিদ্ধান্ত একেবারেই ভুলতে পারেননি ব্রাথওয়েট। বলছিলেন, ‘‘প্রথমটি অবশ্যই ক্রিস গেলের আউট। গেল আউট হওয়ার আগের বলটি যে কোনও আম্পায়ার নো দেবে। কিন্তু সেটা কী করে ডট বল দেওয়া হল, তা জানি না। ২৮০ রান তাড়া করতে নেমে গেলের মতো ব্যাটসম্যানকে হারালে খারাপ তো লাগবেই। সবাই জানে ২৮০ রানের মধ্যে ১৮০ রান করার ক্ষমতা একারই রয়েছে ওর।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজকে প্রত্যেকটি রিভিউ নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। আমাদের প্যাডে বল লাগলেই আম্পায়ার আঙুল তুলে দিচ্ছেন। কিন্তু বিপক্ষের প্যাডে বল লাগলে সে ভাবে আঙুল উঠছে না।’’

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্ত ঠিক থাকলে রিভিউ নষ্ট হবে কেন? তার ব্যাখ্যাও করে গিয়েছেন ব্রাথওয়েট। বলেছেন, ‘‘অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, আম্পায়ার্স কল হওয়ায় সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। রিভিউ যতই থাকুক, আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্তের উপরেই বেশির ভাগটা নির্ভর করে।’’

অধিনায়ক জেসন হোল্ডার যদিও আম্পায়ারিং নিয়ে বেশি মন্তব্য করেননি। তিনি প্রশংসা করেছেন স্টিভ স্মিথের ইনিংসের। বলেছেন, ‘‘স্মিথের ইনিংস দেখে আমাদের ব্যাটসম্যানদের শিক্ষা নেওয়া উচিত। কঠিন পরিস্থিতি থেকে এ ভাবেই দলকে টেনে তুলতে হয়। কিন্তু আমরা তা পারিনি। উইকেট ছুড়ে দিয়ে এসেছি। এ বিষয়ে খেয়াল রাখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন