আজ আরও আগ্রাসী খেলতে চান মর্গ্যান

ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যানের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে, ‘‘আমার মনে হয় যা পরিস্থিতি তাতে আমাদের যে কোনও বোলারকে খেলানো যেতে পারে। পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। আশা করছি পরিবেশ, পরিস্থিতির কথা বিচার করে ঠিক দলই বেছে নিতে পারব আমরা।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ০৪:০৮
Share:

মহড়া: জয়ের দৌড় ধরে রাখতে মরিয়া বাটলাররা। রবিবার। গেটি ইমেজেস

শেষ ১১ ওয়ান ডে ম্যাচে হার। যার মধ্যে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৪ সিরিজ হারও রয়েছে। তার উপর বিশ্বকাপ অভিযানের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিরুদ্ধে ১০৫ রানে অল আউট হওয়ার লজ্জা।

Advertisement

এ হেন বিপর্যস্ত পাকিস্তান দলকে সোমবার ফের পেসের আগুনের সামনে ফেলতে প্রথম একাদশে পরিবর্তন করার কথা ভাবছে ইংল্যান্ড। জোফ্রা আর্চার দুরন্ত বোলিং করছেন। তাঁর সঙ্গে পেসার মার্ক উডকেও খেলানোর ভাবনা রয়েছে ইংল্যান্ডের।

ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যানের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে, ‘‘আমার মনে হয় যা পরিস্থিতি তাতে আমাদের যে কোনও বোলারকে খেলানো যেতে পারে। পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। আশা করছি পরিবেশ, পরিস্থিতির কথা বিচার করে ঠিক দলই বেছে নিতে পারব আমরা।’’

Advertisement

আরও পড়ুন: ওভালে ব্যাঘ্রগর্জনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, কী ভাবে কক-প্লেসিদের হেলায় হারাল বাংলাদেশ

পাশাপাশি পাকিস্তান প্রথম ম্যাচে হারলেও তাদের যে হাল্কা ভাবে নিচ্ছেন না তাঁরা, সেটাও বলে দিয়েছেন মর্গ্যান। ‘‘পাকিস্তানের সেরা পারফরম্যান্সের বিরুদ্ধে লড়াই করার কথা ভেবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। দু’বছর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল ছিল ওরা। আমাদের হারিয়েছিল, ভারতকে হারিয়েছিল সে বার।’’

ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্প আবার বলছেন, ‘‘আগের দিন ম্যাচে কী হয়েছে সেরা আমরা জানি। ওয়েস্ট ইন্ডিজ খুব ভাল বোলিং করেছে,’’ পাশাপাশি তিনি বলেছেন, ‘‘সত্যি কথা বলতে দলে উডকে নেওয়ার কথা আলোচনা হয়েছে।’’ মরসুমের শুরু থেকে এখনও পর্যন্ত খুব একটা বোলিং করেননি উড। তাঁর গোড়ালির দীর্ঘদিনের চোট আবার না মাথা চাড়া দিয়ে ওঠে, সেই ভয়ে বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু তাঁর দক্ষতা আর্চারের মতোই প্রায়। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৯০ মাইল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলোনোর ঝুঁকি নেওয়া যায় কি না, ভাবছে ইংল্যান্ড।

শুধু পেস বোলিংয়ে বিপক্ষকে চাপে রাখাই নয়, পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে বড় রান তোলার জন্য তৈরি তাঁরা। যে স্টেডিয়ামে সোমবারের ম্যাচ অর্থাৎ ট্রেন্ট ব্রিজেও দুটি রেকর্ড ইনিংস রয়েছে ইংল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪-৩ এবং গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮১-৬। সোমবারই একই পিচে খেলা হবে। তাই প্রথমে ব্যাট করলে ইংল্যান্ডের পক্ষে ৫০০ রান তোলাও অসম্ভব নয় বলে মনে করছেন অনেকে। মর্গ্যান অবশ্য বলছেন, ‘‘৫০০-র কাছাকাছি রান তুলতে হলেও আমাদের অবিশ্বাস্য রকম ভাল ক্রিকেট খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন